আমাদের কথা খুঁজে নিন

   

একটি মুক্তিযুদ্ধ আর আত্মার শ্লীলতাহানি.।.।।

সময় এর আনন্দ শুধু সময় এর প্রাপ্তি। ।

আমার বয়স বেশি না। মুক্তিযুদ্ধ দেখার সৌভাগ্য ও আমার হয় নাই। কিন্তু আমি আমার দেশ এর স্বাধীনতা কে শ্রদ্ধার সাথে দেখার শিক্ষা পেয়েছি।

কিছুদিন আগে আমার এক বন্ধুর সাথে আমার এবেপারে অনেক তর্ক বিতর্ক হয়। সে আমাকে জিজ্ঞেস করে আমি স্বাধীনতা সম্পর্কে কোথা থেকে জানি.। আমি যেহেতু স্বাধীনতা দেখি নাই তাই এটা নিয়ে কথা বলতে যেন না আসি। তর্ক বিতর্ক এর কারন টা অন্য রকম। আমরা একসাথে বসে পড়তেছিলাম .।

আমার টিভি ছাড়া ছিল । ,টিভি তে তখন মুক্তিযুদ্ধের একটা মুভি চলতেছিল। পাকিস্তানি বাহিনীর বর্বর চিত্র তুলে ধরার জন্য সেখানে একটি মেয়ে র শ্লীলতাহানির চিত্র তুলে ধরা হয়েছিল। কিভাবে এক এর পর এক সন্য আমাদের মা বোন দের কুড়ে কুড়ে খাচ্ছে তার চিত্র। আমার পাশের ছেলেটার চোখ দেখে চমকে উঠলাম।

তার চোখ জলজল করছে। ব্যাপার টা তে সে মনে হয় খুব মজা পাচ্ছে। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম হাসছ কেন। এখানে ত হাসির কিছু হয় নাই। আমাকে বলে দোস্ত পাকিস্তানী বাহিনীরা কত মজা করে গেছে।

সাথে সাথে আমি যখন তার প্রতিবাদ জানালাম সে আমার উপর উলটা খেপে গিয়ে বলে ''তুই স্বাধীনতার কি বুঝস। তুই কি ওই সময় ছিলি। ''.। আমার দাদা একজন মুক্তি্যোদ্ধা । দেশ এর যুদ্ধ করেছেন আমি যুদ্ধ না করলেও স্বাধীনতার যুদ্ধের মর্যাদা আমার কাছে অনেক।

আর একটি কথা বলতে চাই আপনারা অনেকে রেগে যেতে পারেন .। তা হল। । ''যারা এ দেশ এর হয়ে মুক্তিযুদ্ধের সময় এ দেশ এর মা বোনের শ্লীলতাহানি দেখে মজা পান তাদের মধ্যে পাকিস্তানের বীজ আছে বলে বোধ করি। ''


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.