আমাদের কথা খুঁজে নিন

   

গ্রেপ্তারের আদেশের পর আদালতে সহকারী সচিব

রোববার দুপুরে গ্রেপ্তারের আদেশের কয়েক ঘণ্টার মধ্যে হন্তদন্ত হয়ে বিচারপতি বিচারপতি কাজী রেজা-উল-হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চে হাজির হন তিনি।
তার পক্ষে আইনজীবীরা জানান, যথাসময়ে আদেশ হাতে না পাওয়ায় তিনি আসতে পারেননি। শোনার সঙ্গে সঙ্গেই এসেছেন।
আদালত অবমাননার কোনো অভিপ্রায় ছিলো না- সহকারী সচিবের এই বক্তব্যে সন্তুষ্ট হয়ে গ্রেপ্তারের আদেশটি প্রত্যাহার করে নেন বিচারকদ্বয়।
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সহকারী জজ আদালত বরিশাল শহর থেকে মেহেন্দিগঞ্জে স্থানান্তর নিয়ে একটি রিট আবেদনের শুনানিতে সকালে মুজিবুরকে গ্রেপ্তারের নির্দেশ দেয় হাই কোর্ট বেঞ্চ।


তাকে গ্রেপ্তার করে তাকে আগামী ২৭ মে’র মধ্যে আদালতে নিয়ে আসতে বলা হয়েছিলো স্বরাষ্ট্র সচিবকে, যা পরে প্রত্যাহার হয়।
মেহেন্দিগঞ্জের সহকারী জজ আদালত বরিশাল শহর থেকে মেহেন্দিগঞ্জে স্থানান্তরের নির্দেশ দিয়ে জারি করা গেজেটে সই করেন মুজিবুর রহমান।
ওই গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে বরিশাল আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হাই কোর্টে একটি রিট আবেদন করলে রুল জারি করা হয়। গত ৬ মে তার শুনানিতেই সহকারী আইন সচিবকে তলবের আদেশ হয়।
ওই গেজেট জারির নির্দেশ করা ছিলো- আদালতের এই প্রশ্নে মুজিবুর রহমান জানান, মন্ত্রীর নির্দেশে তিনি পদক্ষেপ নিয়েছেন।


মন্ত্রীর ওই নির্দেশ এফিডেভিট করে আগামী ২৭ মে আদালতে দাখিল করতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
সুপ্রিম কোর্টের অনুমতি না নিয়ে ওই আদালত স্থানান্তরে সরকারের উদ্যোগ ইতোমধ্যে স্থগিত করেছে হাই কোর্ট।
সেই সঙ্গে রুলে ওই আদালত স্থানান্তর কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। চার সপ্তাহের মধ্যে আইন সচিব, জ্যেষ্ঠ সহকারী সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার, পূর্ত বিভাগের বরিশাল বিভাগীয় নির্বাহী প্রকৌশলীকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। সিভিল কোর্ট অ্যাক্ট-১৮৮৭’র ১৪ ধারা অনুসারে গত ৫ মার্চ বরিশালের সহকারী জজ আদালত মেহেন্দিগঞ্জে স্থানান্তরে গেজেট প্রকাশ করে আইন মন্ত্রণালয়।


এর বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদনটি করেন বরিশাল আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক গোলাম কবির বাদল। বাদলের পক্ষে শুনানি করে অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
নিম্ন আদালতগুলোতে থানাগুলোর জন্য পৃথক এখতিয়ার সম্পন্ন সহকারী জজ আদালত থাকে। তবে তাদের অবস্থান থাকে জেলাতেই। স্থানান্তরের আদেশের মাধ্যমে ওই আদালতটিই থানা পর্যায়ে নিয়ে যাওয়া হয়।


মেঘনা নদীর মোহনায় অবস্থিত বরিশালের সর্বপূর্বের উপজেলা মেহেন্দিগঞ্জ চারদিক থেকেই নদী দিয়ে ঘেরা।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.