যে নদীর গভীরতা বেশি, তার বয়ে চলা স্রোতের শব্দ কম।
সদ্য প্রসবিত কষ্টকে
আমার হাতে তুলে দিয়ে
কষ্টের মা’য় মইরা গ্যাছে।
পাজরের সেলুলয়েড কষ্টগুলো
অবারিত শস্যদানার মত হাইব্রিড
ঝড় তোলে। হৃদয়ের গোলা ভরা
প্রাণীজ ডিমের খোসা ছেড়ে বেড়ে ওঠে
কষ্টের কচি ছানা।
আমার মাসুম কষ্ট সোনাদের
বুঝতে দেইনি মমতার কার্পন্য।
কষ্টের মা’য় মইরা গ্যাছে !
অত:পর বুকের ব্রীকলেন জুড়ে
গজায় কষ্টের কচি ডাল, লতা আর
বিষ কাঁটাদের পালক।
কষ্ট পালি পিতার রোমশ ওমে।
কষ্টেরা আজাজীলের ফনা তোলা সাপ নয়-
আমার বুকেই খামচে দেবে নিয়তির ছোবল।
এমনটি হলে উল্টে যেত আলোর ইতিহাস ;
কষ্টকে কদাচিৎ পালতো না কাবিলের পিতা !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।