তুই কোন সীমানার উত্তরাধিকারী, ওরে নরাধম!
সীমাহীন স্পর্ধায় তুই কে রে অভ্যাগত,
অন্যের কচু বনে শূকর ঢোকাস।
অনাগতের জিজ্ঞাসায় কি উত্তর দিবি তুই? ওরে মূঢ়
যাদের কাছ থেকে চেয়ে নিয়েছিস যে সীমানা
রক্তচক্ষুর আড়ালে তাদেরই শোনাস
তোমার প্রাপ্তির খাতায় যে জমিন
তার আয়ু বড় জোর একশত বছর!
ওধারে যেওনা তুমি, বিশ্বাস কর
শুধুই লাল সালামে মহান প্রাচীরেরা কথা বলে!
বিরান সীমানায় যে সবুজ উঁকি দেয় তোমার জানালায়
জোট এসে দাঁড়ায়, সেখানে শোনায় তুমি অনাহূত
জিব্রালটার অ্যালবাট্রস তুমি নও
যাও পাখি তুমি চাতক হও প্রাচ্যের মরুতে।
তখনও সাইমূমে ডানা ভাঙ্গা দোয়েল
ওর কালো করুণ চোখ যেন বলে ওঠে
আমারও একদিন সবুজ ছিল, ছিল বলবার মত উত্তরাধিকার।
নিকোনো উঠানে সোনালী ধান ছিল।
আমিতো কোন সামূদ্রীক সী-গাল না
তবে কেন আমার রক্তে তোমরা সামূদ্রিক লবণ ঢোকালে।
তোমরা মানুষেরা কি কোন শহর, দেশ অথবা এই পৃথিবীর উত্তরাধিকারী
না কি দেশ, কাল সীমানার পথ পেরিয়ে
এই মহাবিশ্বই তোমাদের শেষ সীমানা।
তবু কি লজ্জা হয়না তোর!
ভোগের শেষ সীমায় দাঁড়িয়ে
তুই দেখছিস কি, ছোট হতে হতে
শহুরে কাঁটাতারে রক্তাত তোর গ্রামীণ বিশ্ব।
বিপন্ন সময়ে জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর কি হবে তোর?
জেনে রাখ উত্তরই জিজ্ঞাসার শেষ উত্তরাধিকার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।