জার্মানি ও ইংল্যান্ডের মধ্যকার খেলায় জার্মানি অত্যন্ত চমৎকার ভাবে খেলে তার কোয়ার্টার ফাইন্যাল নিশ্চিত করেছে। জার্মানিকে অভিনন্দন। ইংল্যান্ড দল ও চমৎকার খেলেছে। বিম্ভকাপ ২০১০ এ আমার দেখা সবচেয়ে পরিচ্ছন্ন খেলা এটি। সারা খেলায় মাত্র একটি হলুদ কার্ড।
রেফারিও অত্যন্ত বিচক্ষণতার সাথে ম্যাচটি পরিচালনা করেছেন। কিন্তু এ পরিচ্ছন্ন খেলার মাঝে রেফারির একটি ভুল সিদ্ধান্ত দারুণভাবে হতাশ করেছে ইংল্যান্ডসহ ক্রীড়ামোদিদের। ইংল্যান্ড সমর্থকদের মতে রেফারি পক্ষপাতিত্ত করে তাদের দ্বিতীয় গোলটি দেননি। আমি ঠিক এভাবে বলবো না। কারণ ঐসময়ে রেফারির অবস্থান এমন জায়গায় ছিল যার কারণে হয়তো তিনি তা দেখতে পারেননি।
তবে আমরা যারা খেলা দেখেছি তারা কখনো ঐ সিদ্ধান্তকে মেনে নিতে পারছিনা। ইংল্যান্ডের পক্ষেতো নয়ই। কিন্তু তারপরও খেলা খেলার গতিতে চলেছে। রেফারির সিদ্ধান্ত চুড়ান্ত হিসেবে মেনে নিয়ে বিশ্ববাসি একটি চমৎকার পরিচ্ছন্ন খেণা উপভোগ করেছে। যদি ঐ গোলটি গোল হতো তবে ইংল্যান্ড সমতায় ফিরে আসতো।
এবং খেলার ফলাফলটা হয়তো আমরা অন্যভাবে দেখতাম। যাক যা হবারতো ইতোমধ্যে হয়ে গেছে। কিন্তু সময় এসেছে তৃতীয় রেফারির ব্যবস্থা করা। আপিলের সুযোগ দেয়া। ক্রিকেটের মতো খেলায় যদি আমরা প্রযুক্তি ব্যবহার করে সিদ্ধান্ত দিতে পারি তবে ফুলবলে নয় কেন?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।