আমাদের কথা খুঁজে নিন

   

সন্ধি

আমি একটা পাগল

সন্ধি সাইফুল ইসলাম সাইফ জ্ঞানী, গুনী, বিজ্ঞ, হিতাহিত প্রধান হিতৈষী সন্ধির কি মানে বুঝ? সূর্য + উদয় = সূর্যদয় জগতে যত মানুষ, তত বৈচিত্র মন কেউ বলে ভালকে মন্দ, মন্দকে ভাল গুটি কয়েক রয়েছে জনসমর্থ্য, বক্ত পুরাঘটিত ঘটমান বর্তমান স্বাধীনতা চেয়েছে, পেয়েছেও পূর্বে বহুবার। তবুও মানুষ পরাধীন যুদ্ধ মাঝে মাঝে আজও... হবে কি খন্ড খন্ড স্বাধীন শুধুই রক্ত প্রসারিত পতাকার বৃত্ত ইচ্ছাধীন ক্ষমতা তা যে সীমাহীন স্ব-ইচ্চানুযায়ী নির্দিষ্ট সীমার স্বাধীন জ্ঞানী, গুনী, বিজ্ঞ, হিতাহিত প্রধান হিতৈষী নেই অন্য, বস্ত্র, শিক্ষা, বসতি এ যে পরাধীন। মনুষ্যকন্ঠ দৃঢ স্বীয় চিন্তা, জ্ঞান, বুদ্ধির অন্ধ, অহংকার, অবিশ্বাস অন্যের প্রতি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।