ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ
কী পেলাম না পেলাম
সে হিসাব করবো না জড়ো
কী নিয়ে যে আছি
আজকাল এটাইতো বড়ো।
তোমার সময় থেকে একটু সময়
আমার জীবন থেকে একটু জীবন
এক করে নেয় যদি কোনো সমঝোতা-
সুখ ও শান্তির এ মন-মানসিকতা
জটিল-যান্ত্রিক যুগে বলো পাবো কোথা?!
আধেক জীবন গেছে
আধেক রয়েছে বাকী
প্রণয়ের পাখি তুমি
দাও যদি ফাঁকি-
নির্ঘুম প্রহর জুড়ে একেলা এ আমি
কষ্ট-পাথর বুকে কেমনে থাকি?
28.11.92
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।