আমাদের কথা খুঁজে নিন

   

সন্ধি

_________________সেলাই গাছের কারখানা _______________________________________

সন্ধি সৈয়দ আফসার অনীহা ছিল তবু কে যেন স্মিত হাসির পূর্ণতাটুকু ভয়ে ভয়ে দাঁতের ফাঁকে রেখে পরাজিত হলো, ছায়ার পাশে মিলেমিশে ভেবেছিলো নীরব কোলাহল ছাপিয়ে যাবে শ্বাসে-সর্বনাশে আমাকে খুঁজে নিতে নিতে বেদনা ছড়াবে লুকোবার স্থানে কিন্তু স্মৃতিচাকায় তোমার দাঁড়িয়ে থাকার দ্বিধা; লক্ষ্য অবহেলা আর কত?... হয়তো ভালো; দূরলক্ষ্য করে দাঁড়ানোর পরে কোন কারণ ছিল না আজ দু’জনের বাদারে যদি বলি তোমাকে চিনলাম জোড়াচোখে মনোকষ্টের আড়ালে শ্বাসকষ্ট টেনে টেনে আর্জি হাসির ফাঁকে-ফাঁকে... কঠিনশ্বাসে বলছি জীবনের কথা; যত পারো উড়ো ক্ষোভে-লোভে-সন্দেহে প্রকাশ নেবো হাড়ের রূপ-বৈচিত্র; নড়াচড়া পতনের দৃশ্য; মুহুর্তে বিন্দু বিন্দু অভিযোগ দেহের ভেতর বর্জ্য জমেছে ভয়ে আর্তে... বোকাসোকা অনীহা ছিল তবু ঋণের দায়টুকু ফিরিয় নিলে স্বপ্নমোহে ভয়ে ভয়ে আমিও অতীতের মতো জেগেছি ঘষামাজাবুকে তীব্র সন্দেহে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।