আমাদের কথা খুঁজে নিন

   

মিলনের ছড়া

আমি শাইরী লিখ যেদিন তোমায় দেখেছি আমি সেদিন ভালবেসেছি চিঠি দিয়ে তোমার কাছে ক্ষমা চয়ে নিয়েছি ৷৷ যদি তুমি বুঝে সুঝে রাখ আমার কথা তোমার আমার মিলনেতে থাকবে নাকো বাধা ৷৷ হেন মধু মাখা কথা কোথায় শিখিলে যাহাতে অন্তরে মোর সুধা বরষিলে সাবাস লেখনী তব লিখিবার ছটা হৃদয়ে এ পএ মম রহিবেক আঁটা ৷৷ তব আশা পথ চেয়ে বসে আছি প্রিয় তব নাম স্মরি মোর আঁখি জল বয় তুমি যে আমার কত আপন বোঝাব কেমন করে যদি আমি ভুল বুঝি প্রিয় তুমি ভুল বোঝ না মোরো ৷৷

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.