কবির মহত্ত্ব কোথায়, জানো?
কবিতায়।
ফুলের মহত্ত্ব কোথায়, জানো?
সৌরভে।
জলের মহত্ত্ব কোথায়, জানো?
গভীরতায়, স্বচ্ছতায়।
চাঁদের মহত্ত্ব কোথায়, জানো?
জোৎনায়।
হাসির মহত্ত্ব কোথায়, জানো?
নির্ভেজালতায়।
আলোর মহত্ত্ব কোথায়, জানো?
প্রতিস্বরণে।
গল্পের মহত্ত্ব কোথায়, জানো?
জীবনতায়।
জীবনের মহত্ত্ব কোথায়, জানো?
সত্যতায়।
আমার মহত্ত্ব কোথায়, জানো?
তোমাকে ভালোবাসায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।