^^^^^^^^^
প্রথমেই বলে রাখি একমাস আমি কোন মুভি দেখছিনা, বিশ্বকাপের খেলা আর সিনেমা ২টা একসাথে উপভোগ করে আমি পাগল হতে চাইনা। তবে ডাউনলোড চলছে আগের মত, খেলা শেষ হলে দেখার জন্য আগেভাগে জমা করে রাখছি।
মাঝে মাঝে কোন একটা ভালো মুভির নাম খুঁজে পাইনা/ মাথায় আসেনা, তাই এটা অনেকটা সাহায্য চাওয়ার মত পোস্ট। আমি আমার ভালো লাগা কয়টা ওয়েস্টার্ন মুভির নাম-লিংক দিই। আর আপনারা মন্তব্যের ঘরে দিবেন আপনাদের দেখা-ভালো লাগা ওয়েস্টার্ন মুভির নাম।
প্রথমেই যে মুভিটার কথা মনে পড়ছে সেটি-
The Good, the Bad and the Ugly (1966)
ষাটের দশকের মুভি হলেও আইএমডিবি তে সেরা মুভির তালিকায় আছে চার নাম্বারে। ডায়লগ গুলো অসাধারণ, যেমন একটা আছে ''ইফ ইউ ওয়ার্ক ফর এ লিভিং, ওয়াই ইউ কিল ইয়োরসেলফ ওয়ার্কিং"। ছবির একদম শেষ দৃশ্য পর্যন্ত টানটান উত্তেজনার একটা মুভি......তিন ঘন্টা রূদ্ধশ্বাস অপেক্ষা করতে হবে আপনাকে একটি ভালো মুভি শেষ করার জন্য।
The Good, the Bad and the Ugly টরেন্ট
No Country for Old Men (2007)
অস্কার জয়ী মুভিটাতে কি এমন বিশেষত্ব আছে আমি অনেক ভেবেছি, ভেবে ভেবে বুঝেছি হয়তো এমনিতেই আমার ভালো লাগছে। বাস্তবধর্মী অ্যাকসন গুলা আমার পছন্দ সবসময়।
গ্যাস গানটা অনেক পছন্দের তেমনি শটগান বা কাটা রাইফেলের ফায়ারিং গুলা দেখে মনে হয় খুব রিয়েল। খুব ব্লাডি ভায়োলেন্স, তাই মনটা শক্ত না হলে না দেখাই ভালো।
No Country for Old Men টরেন্ট
The Quick and the Dead (1995)
একগাদা তারকা আছে এই মুভিতে। তবে শ্যারন স্টোনকে এখানে আমার কাছে বেশি ভালো লাগে। তবে পরবর্তীতে একই থিমে হলিউড-বলিউডে বেশ কয়েকটি ছবি হয়েছে, তাই যারা ঐগুলা দেখার পর এটা দেখবেন তাদের কাছে নতুন মনে না হলেও ওয়েস্টার্ন অ্যাকসন হিসেবে এটা অনেক উচু মানের।
রাসেল ক্রো আর কিড ডিক্যাপ্রিও আছে এই মুভিতে।
The Quick and the Dead টরেন্ট
Maverick (1994)
চরম নাটকীয়তায় ভরা এই মুভিটা অনেক ভালো লাগে আমার কাছে। গ্যাম্বলিং, ঘোড়া, গান তিনটাই আছে এই মুভিতে। মেল গিবসন, জুডি ফস্টার আর জেমস গার্নার এর একটিং অসাধারণ।
Maverick টরেন্ট
Brokeback Mountain (2005)
প্রথমেই বলে নিই এইটা হিথ ল্যাজার অভিনীত মুভি।
হিথ ল্যাজার আছে (সত্যিই সে এখনো আছে) তাই এটা দেখি মাঝে মাঝে। দুই বন্ধুর সম্পর্ক নিয়ে মুভিটা।
Brokeback Mountain (2005) টরেন্ট
3:10 to Yuma (2007)
রাসেল ক্রো আর ক্রিস্টিয়ান বেল অভিনীত 3:10 to Yuma, আর বেশি কিছু বলার দরকার নাই।
3:10 to Yuma (2007) টরেন্ট
The Assassination of Jesse James by the Coward Robert Ford (2007)
ব্রাড পিট মামু অভিনীত, আইএমডিবি রেটিং ৭.৭। তবে মজার ব্যাপার হচ্ছে এইটা আমি দেখি নাই, ডাউনলোডাইতেছি!
The Assassination of Jesse James by the Coward Robert Ford (2007) টরেন্ট
Montana Sky (2007)
এই মুভিটা তেমন হিট না, তবে রেঞ্চ এর দৃশ্যগুলা মারাত্বক সুন্দর।
আর একটু মিস্টিরিও আছে।
Montana Sky (2007) টরেন্ট
আপাততঃ এটুকুই মনে পড়ছে, পরে মনে পড়লে এড করে দিব। এবার আপনারা আমাকে কিছু ওয়েস্টার্ন মুভির নাম দিন.....
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।