ইচ্ছেমতো লেখার স্বাধীন খাতা....
তিনটা মূল চরিত্র আর লুকানো দুই লক্ষ ডলারের লোভে তাদের নানান কীর্তি নিয়ে এ মুভির কাহিনী।
রহস্যময় গানম্যান ব্লনডি (ক্লিন্ট ইস্টউড)..............
বিপজ্জনক ডাকাত টুকো (এলি ওয়ালাচ)........
পেশাদার খুনী অ্যাঞ্জেল আই (লি ভ্যান ক্লিফ)..........
পেশাদার খুনী অ্যাঞ্জেল আই লুকানো দুই লক্ষ ডলারের লোভে বিভিন্নভাবে খোজ নিতে থাকে। সে জানতে পারে বিল কারসন এ ডলারের খোজ জানে।
এ সময় টুকো আর ব্লনডি নতুন এক বুদ্ধি বের করে টাকা উপার্জন করতে থাকে। কিন্তু তাদের টাকা পয়সার ভাগাভাগি নিয়ে গন্ডগোল হয়।
এজন্য টুকো ব্লনডিকে মরুভূমিতে প্রায় মেরে ফেলেছিলো এ সময়ই তারা বিল কারসন নামের এক লোকের কাছ থেকে দুই লক্ষ ডলারের খোজ পেয়ে যায়।
তারা জানতে পারে দুই লক্ষ ডলার লুকানো আছে এক কবরের ভেতরে। টুকো শুনে কবরস্থানের নাম আর ব্লনডি শুনে কবরের নাম। এর পরই বিল কারসন মারা যায়। কিন্তু মরুভূমিতে মরনাপন্ন ব্লনডি কবরের নামটা তখন অন্য কাউকে বলে না।
ফলে টুকোর ব্যবহার মুহূর্তে পাল্টে যায়। সে তাড়াতাড়ি ব্লনডিকে সেবা করা শুরু করে। সুস্থ হবার পর দুজনে যায় কবরস্থান থেকে সেই টাকা উদ্ধার করার জন্য।
আমেরিকার গৃহযুদ্ধের সময় তারা নানা ঘটনার সম্মুখিন হয়। প্রত্যক্ষ করে বহু মৃত্যু আর ভয়ংকর যুদ্ধ।
অবশেষে তারা সেই কবরস্থানে পৌঁছায়। সেখানে তাদের দেখা হয় অ্যাঞ্জেল আইয়ের সাথে। সেও ডলারগুলো নিতে চায়। ব্লনডি জানায়, সে একটা পাথরে কবরটার নাম লিখে রাখবে। তারপর তিনজনের লড়াই হবে।
যে লড়াইয়ে জিতবে সেই ডলারগুলো পাবে…..
কিন্তু ব্লনডি আগেই টুকোর পিস্তলের গুলি সরিয়ে রেখেছিলো। তাই তার জন্য লড়াইটা সহজ হয়ে যায়। সহজেই সে মারতে পারে অ্যাঞ্জেল আইকে। এরপর তারা খুড়ে বের করে দুই লক্ষ ডলার। ব্লনডি টুকোকে ডলারের ভাগ না দিয়ে পুরোটা নিয়েই সে চলে যেতে পারতো।
কিন্তু তবুও ব্লনডি টুকোকে ডলারের অর্ধেক ভাগ দেয়। অবশ্য মরুভূমিতে তাকে কষ্ট দেয়ার জন্য কিছু স্বাস্তিও দেয়…..
দারুণ এ ওয়েস্টার্ন মুভিটির পরিচালক সার্জিও লিওন। এ মুভিটির দারুণ আকর্ষণীয় বিষয় হচ্ছে এর মিউজিক। মিউজিক পরিচালক হচ্ছেন এনিও মরিকন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।