আমাদের কথা খুঁজে নিন

   

পূর্ণতা

তুমি জেনেছিলে মানুষে মানুষে হাত ছুঁয়ে বলে বন্ধু; তুমি জেনেছিলে মানুষে মানুষে মুখোমুখি এসে দাঁড়ায়, হাসি বিনিময় করে চলে যায় উত্তরে দক্ষিণে; তুমি যেই এসে দাঁড়ালে - কেউ চিনলো না, কেউ দেখলো না; সবাই সবার অচেনা।

শূণ্য হাতে শূণ্য পথে... হেঁটে চলি একা শূণ্যতার মাঝে ; ধেঁায়া মুখে, আচ্ছন্ন বিবেক .. অসীম ভাবনার অসীমতায় হারাই... কাঠফাটা রোদের পিঠপোড়া ঝাঝ্... অথবা নিয়ন আলোয় চাঁদের সাঝ্ , একাকীত্বের শূণ্য পূর্ণতায় .... আশার চাদরে নিজেকে মোড়াই !!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।