আমাদের কথা খুঁজে নিন

   

পূর্ণতা

অতি সাধারণ। বলার মত তেমন কিছুই নাই। জীবন...শুকনো পাতার মতই যেন ছিন্ন পালক। কখনো কোনো কালে বুঝি উড়েছিল পাখির ডানা হয়ে। আজ ও ঊরে ঊরে যায়, কখনো বা মাটিতে লুটোপুটি খায়। কি বলব এটাকে স্বাধীনতা? নাকি ছন্নছাড়া? বিষাদের ভারে একবার ঊরে, আবার ধরায় লুটিয়ে পরে! এ অন্তহীন যাত্রার শেষ কোথায়? অপূ্র্নতায় হারানো সুখ খুঁজে ফিরিবারে। কখনো হঠাৎ দমকা বাতাসে খানিক উড়িয়ে নিয়ে যায় আবার হঠাৎ লুটিয়ে পরে আপন ঠিকানায়! সীমাহীন স্বপ্ন যেন একএকটা পাথর, বুকে চেপে বসে নিরবাক কথামালা চিত্তানলে ঝলসে উঠে অপূর্নতার জ্বালা! কখনো প্রকৃতির কান্নায় শিক্ত হয়ে স্থবির, পদপিষ্ঠ হয়ে ভাবে এই বুঝি শেষ! আবার রৌদ্রতাপে ফিরে পায় সম্মতি, ঝড়ের বাতাসে মেলে স্বপ্নডানা! উম্মত্ত হয়ে ভাবি এই বুঝি ফিরে পাব পূর্নতা!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।