তোকে দেখিনা, কতো হাজার বছর হয়ে গেলো...
মুখের কথায় কাঁদাস আমায়
চোখে পানি থৈ থৈ,
অনেক দূরে হারালে আমি দু:খগুলো
রাখবি কই।
তোকে যে বড় ভালোবাসি আছে –ই তোর জানা,
তবু কেনো একা রেখে দূর আকাশে মেলিস ডানা।
ভাবনা আমার তোকে ঘিরে
ব্যস্ত সারক্ষণ,
মরীচিকার পিছু ছুটে ক্লান্ত থাকিস
তুই তখন।
রাতের তারার আল্পনাতে তোর-ই ছবি আঁকা,
রাত্রি জেগে একলা বসে তাই-ই আমার দেখা।
উদাস বাতাস এলো চুলে
শূণ্যে মেলা দৃষ্টি,
তুই যে আমার প্রখর রোদে
এক পশলা বৃষ্টি।
তোরে ছাড়া ভাববো কী আর সব-ই অসীম শূণ্যতা,
তোর-ই মাঝে আমার বসত তুই-ই আমার পূর্ণতা… ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।