আমাদের কথা খুঁজে নিন

   

আর্জেন্টিনাকে সমর্থন কি অপরাধ?



আমার এক কলিগ জার্মানিজ্বরে আক্রান্ত। এমন আক্রান্ত যে এই গ্রীষ্মেও লেপ মুড়ি দিয়ে ঘুমায়। তা জার্মানি প্রথম ম্যাচ খেলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তাতে ৪-০ গোলে বিজয়ী হয় জার্মানি। এর পর দিন অফিসে গিয়ে তো ওই কলিগের উত্তাপের চোটে থাকতেই পারি না।

মনে হলো তার তাপে সূর্যটা গলে গলে পড়ছে। আমি আর্জেন্টিনা সাপোর্ট করি বলে আমার দিকে তাকায় বাঁকা চোখে। আমাকে দেখলেই বলেন- কি বুঝে যে আর্জেন্টিনা সমর্থন করেন। জার্মানি-অস্ট্রেলিয়ার ম্যাচ দেখেছেন। দেখেছেন জার্মানির নৈপুণ্য।

আমি ধৈর্য ধরে তার কথা শুনি (ধৈর্য ধরা আর্জেন্টাইন সাপোর্টারদের একটি মহত গুন)। আর মনে মনে বলি অপেক্ষা করেন দেখা যাইবোনে। তাকে বুঝাতে পারি না অস্ট্রেলিয়া ক্রিকেটের দেশ। জার্মানি বিশ্বকাপ ফুটবলের চ্যাম্পিয়ন দেশ। তার কাছে অস্ট্রেলিয়া ৪-০ গোলে হেরেছে এতে জার্মানির খুশি হওয়ার বড় কিছু নেই।

তিনি পাল্টা খেই মেরে বলে বসেন- আপনারা আসলে ফুটবল বোঝেন না। না বুঝেই সমর্থন করেন। আমি জবাব দিই না। অবশেষে আজ বিকালে সার্বদের সঙ্গে জার্মানির ম্যাচের সময় তিনি আমাদের নিয়ে খুব গুছিয়ে বসলেন। বললেন- আসেন বিশ্বকাপ ফুটবল কাকে বলে দেখাই।

তিনি কি দেখাবেন তা ভাবতে ভাবতেই জার্মানি এক গোল খেয়ে বসে। আমি কলিগের মুখের দিকে তাকাই। দেখি বর্ষার ঘন কালো মেঘ। এখনই প্লাবন হবে। এমন সময় জার্মানি পেনাল্টি পেয়ে যায়।

আমার কলিগের মুখে হাসির ঝিলিক খেলে যায়। কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হয় নি। পেনাল্টি মিস। তার চোখের কোণায় বিন্দু বিন্দু অশ্রু। তাই জার্মানির সাপোর্টারদের বলি- ভাই এখনও সময় আছে।

দল পাল্টান। যোগ দিন আর্জেন্টিনায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.