আমাদের কথা খুঁজে নিন

   

আর্জেন্টিনাকে সমর্থন করবেন না ম্যারাডোনা

সংযুক্ত আরব আমিরাতে ফিফা অনুর্ধ-১৭ বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার; চলবে ৮ নভেম্বর পর্যন্ত।
২০১০ বিশ্বকাপে ম্যারাডোনার অধীনে দল ব্যর্থ হওয়ায় টুর্নামেন্ট শেষে তাকে ছাটাই করে আর্জেন্টাইন ফুটবল সংস্থা (এএফএ)। আর তারপর থেকেই দেশের ফুটবল কর্তৃক্ষের সঙ্গে মতবিরোধ তার।
আর বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের ক্রীড়াদূত হিসেবে দায়িত্ব পালন করছেন ম্যারাডোনা। এর আগে আরব আমিরাতের ক্লাব আল ওয়াসলের কোচও ছিলেন তিনি।

তাই বেশ কিছুদিন ধরেই দেশটির ফুটবলের সঙ্গে ম্যারাডোনার সুসম্পর্ক তৈরি হয়েছে।  
দেশকে বাদ দিয়ে আরব আমিরাতকে সমর্থন দেওয়ার কারণ স্পষ্ট জানিয়ে দেন ম্যারাডোনা।
“দেশের সঙ্গে মতপার্থক্যের কারণেই আর্জেন্টিনাকে নয়, আমি আরব আমিরাতকে সমর্থন করবো। ”
স্বাগতিক দলকে সমর্থন দেওয়ার জন্য ভক্তদের প্রতি আহবানও জানান তিনি।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ব্রাজিল খেলবে স্লোভাকিয়ার সঙ্গে।

এরপর হন্ডুরাসের মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাত।
শনিবার ইরানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে ম্যারাডোনার সমর্থনবিহীন আর্জেন্টিনা।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.