সকালের মিষ্টি রোদ পেরিয়ে আমি এখন মধ্যগগনে,
বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় আর্জেন্টিনাকে ১-৩ গোলে হারিয়েছে ব্রাজিল।
এ জয়ের মধ্য দিয়ে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার টিকিট পাওয়া নিশ্চিত করল ডুঙ্গার দল। অন্যদিকে ম্যারাডোনার আর্জেন্টিনার সঙ্কট আরও গভীর হলো।
দক্ষিণ আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা বাংলাদেশ সময় রোববার সকালে মুখোমুখি হয়। খেলাটি হয় আর্জেন্টিনায়।
গত ১৬ বছরে বিশ্বকাপ বাছাই পর্বে নিজের মাটিতে আর্জেন্টিনার এটাই প্রথম পরাজয়।
ব্রাজিলের পক্ষে দুটি গোল করেছেন লুইস ফ্যাবিয়ানো। অপর গোলটি করেন লুসিও। আর্জেন্টিনার পক্ষে একমাত্র গোলদাতা জেসাস দাতালো।
খেলার প্রথমার্ধ মোটামুটি ব্রাজিলের নিয়ন্ত্রণে থাকলেও দ্বিতীয়ার্ধে ব্রাজিলকে চেপে ধরে আর্জেন্টিনা।
তবে লিওনেল মেসি, তেভেজ চেষ্টা চালিয়ে গেলেও জয় পাওয়া হয়নি তাদের।
দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বে ৩০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে এখন ব্রাজিল। ২২ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনার অবস্থান চতুর্থ। চিলি ও প্যারাগুয়ে উভয়ের পয়েন্ট ২৭ হলেও গোল ব্যবধানে এগিয়ে আছে চিলি।
দক্ষিণ আমেরিকা গ্র"প থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ চারটি দল সরাসরি বিশ্বকাপ খেলবে।
তবে ২০ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনার ঘাড়ে নিশ্বাস ফেলছে কলম্বিয়া ও ইকুয়েডর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১০৫৫ ঘ.
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।