আমাদের কথা খুঁজে নিন

   

আর্জেন্টিনাকে হারিয়ে কোপা আমেরিকা জিতল ব্রাজিল

মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দিব না!

তৃপ্তিভরে হাসতেই পারেন কার্লোস দুঙ্গা। গর্বভরে বলতেই পারেন "শিরোপা জিততে নান্দনিক ফুটবলের চেয়ে কার্যকর ফুটবল খেলাটাই জরুরি"। যোগ করতে পারেন, "এবং সেজন্য তারকা খেলোয়াড়দের দলে থাকা জরুরি নয়। " ঠিকই তো। তারকায় ভরপুর আর্জেন্টিনাকে ৩-০ গোলে হেলায় হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছে ঘরের ছেলেদের নিয়ে গড়া ব্রাজিল।

এমন কথা বলার অধিকার আছে দুঙ্গার। রোববার রাতে মারাকাইবোতে যে আর্জেন্টিনা খেলল সেটা ৫ ম্যাচে ১৬ গোল করা আর্জেন্টিনা নয়। লিওনেল মেসি, কার্লোস তেভেজ ও হুয়ান রিকুয়েলমেকে নিয়ে গড়া টুর্নামেন্টের সবচেয়ে ভীতিকর আক্রমণভাগ ভেজা বিড়ালের মতোই মিইয়ে ছিলেন ব্রাজিলের নিরেট ডিফেন্সের সামনে। চেষ্টা তারা করেছেন, ফল মেলেনি। অন্যদিকে পাল্টা আক্রমণে প্রতিবারই ব্রাজিল ছিল ভীতিকর।

বলতে পারেন চ্যাম্পিয়নের মতো খেলেই শিরোপা ধরে রেখেছে সেলেকাওরা। ম্যাচ শুরু হতে না হতেই গোল করে ম্যাচটা হাতে নিয়ে নেয় ব্রাজিল। খেলার বয়স মাত্র মিনিট চারেক। পাল্টা আক্রমণ থেকে এলানোর বাড়িয়ে দেওয়া লম্বা বল ধরে দারুণ এক বাঁক খাওয়ানো শটে গোল করেছেন হুলিও বাপতিস্তা। খানিকপরই সমতার সুযোগ পেয়েছিলেন রিকুয়েলমে।

বাঁ প্রান্ত দিয়ে মেসির ক্রসটি হেড করে তার পায়ে ফেলেন হুয়ান ভেরন। কিন্তু রিকুয়েমে পোস্টে মারেন। ৩৫ মিনিটে আরেকটি দারুণ সুযোগ পেয়েছিলেন আর্জেন্টাইন নাম্বার টেন। কিন্তু বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে দলকে রক্ষা করেন ব্রাজিলিয়ান কিপার দোনি। বিরতির পাঁচ মিনিট আগে আত্মঘাতি গোলে দলের সর্বনাশ পোক্ত করেন রবার্তো আয়ালা।

ডান প্রান্ত দিয়ে আগুয়ান ডানিয়েল আলভেজের ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন আর্জেন্টাইন অধিনায়ক। হ্যাটট্রিকসহ ৬ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা রবিনিয়ো কোনো গোল পাননি ম্যাচে। কিন্তু তৃতীয় গোলটির সূচনা তার পা থেকেই। ৬৯ মিনিটে রবিনিয়োর বাড়ানো বল পেয়ে ভাগনার লাভ ডিফেন্সচেরা থ্রু দেন আলভেজকে। কোনাকুনি শটে আর্জেন্টাইন কিপার রবার্তো আবোন্দানজিয়ারিকে পরাস্ত করেন আলভেজ।

আর্জেন্টিনা সে অর্থে কোনো সুযোগই পায়নি ম্যাচে ফেরার। সুযোগ দেয়নি হুয়ান-আলেক্স-দোনির নিরেট রক্ষণ। তাই এখানেই শেষ হয় কোপা আমেরিকায় কোচ আলফে বাসিলের টানা ১৯ ম্যাচ জেতার রেকর্ড। গত ৫টি টুর্নামেন্টে এটি ব্রাজিলের চতুর্থ ও সবমিলিয়ে অষ্টম শিরোপা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.