Yahoo Messenger এ চ্যাট করতে যেয়ে মেয়েটির সাথে আমার পরিচয় । সাধারনতঃ মেয়েদের সাথে চ্যাট করলে খুব তাড়াতাড়ি তারা মোবাইল নম্বর দেয় না । আর তাছাড়া ইয়াহু তে অনেকেই মেয়েদের নাম দিয়ে fake id দিয়ে চ্যাট করে । এটা করে তারা যে কি মজা পায় তারাই জানে । যাই হোক , মেয়েটাকে কল করে বোঝা গেলো এটা কোনো ফেক আইডি ছিলো না ।
অনেকক্ষণ কথা হলো মেয়েটার সাথে । কথা বলতে বলতে আমার মেয়েটাকে ভালো লাগতে শুরু করলো । ফোনে কথা বলতে বলতেই আমাদের মধ্যে একটা "Chemistry" ডেভেলপ করলো । এক পর্যায়ে একটু ইতস্ততঃ করেই শেষ পর্যন্ত জিজ্ঞেস করলাম - আপনি দেখতে কেমন ? এটা জিজ্ঞেস করার সাথে সাথেই সে নীরব হয়ে গেল । কিছুক্ষণ পর চাপা কণ্ঠে দীর্ঘশ্বাস ফেলে বললো - এটা কেন জিজ্ঞেস করছেন , আমি কি আপনার কাছে কিছু চেয়েছি ? এরপর আর কথাবার্তা তেমন জমলো না ।
এটা ওটা বলার পর শেষ পর্যন্ত কথা শেষ করলাম । মোবাইল স্ক্রীনে দেখলাম মেয়েটার সাথে আমার এক ঘন্টার উপরে কথা হয়েছে ।
নিশ্চিন্তভাবে বুঝলাম মেয়েটা দেখতে কালো, তেমন সুন্দর নয় । কেন জানিনা , আমার খুব মন খারাপ হলো । মেয়েটাকে আমি খুব Feel করতে থাকলাম ।
মেয়েটার নিশ্চয়ই এরকম আরো অনেকের সাথে কথা হয়েছে । হয়তো গায়ের রং এর কারনে তারা আর কেউ সামনে এগোয়নি । হয়তো মেয়েটার বিয়ে হচ্ছেনা এ কারনে । মেয়েটা যে বলছিলো - আমি কি আপনার কাছে কিছু চেয়েছি , এরপর পেছনে লূকিয়েছিলো প্রচন্ড কষ্ট । আমার খুব খারাপ লাগতে লাগলো ।
সৃষ্টিকর্তা মানুষের জন্ম দিয়ে তার গায়ের রং দিয়ে তাকে প্রথমেই আলাদা করে দেন । একটা ফর্সা মেয়ে জন্মের পরই তার গায়ের রং এর কারনে আলাদা Advantage পেয়ে যায় । সে উপভোগ করে ছেলেদের মুগ্ধ দৃষ্টি । যতই সে বড় হতে থাকে , ততোই সে উপভোগ করতে থাকে তার জীবন । পৃথিবীতে সব বড় বড় সাহিত্যিক ,কবিরা তাকে নিয়ে অর্থাৎ সুন্দর মেয়েদের নিয়ে কবিতা লিখেছে , গান লিখেছে ।
সব সিনেমায় প্রেম কাহিনি সুন্দর মেয়েদেরে নিয়ে । নায়ক একটি ফর্সা সুন্দর মেয়েকে দেখে তার প্রেমে পড়ে যাচ্ছে । তার জন্য মজার মজার ফানি ফানি অনেক কাজ করছে । তার জন্য নিজের ফ্যামিলি এবং আর সব কিছুকে তুচ্ছ করছে । মেয়েটা যখন ইউনিভার্সিটিতে উঠে - তখন হাজারো ছেলে তার কাছে আসার জন্য পাগল হয়ে যায় ।
নানা ছলে ছুতোয় Friendship এর ছুতোয় তার কাছে আসতে চায় ।
আর কালো - অসুন্দর মেয়েটার কথা চিন্তা করুন । সে কোনো দোষ না করেই জন্মের পর থেকেই সবার কাছ থেকে তাচ্ছিল্য পেতে থাকে । যে ছেলেটা ফর্সা মেয়েটার জন্য জীবন দিতে রাজি থাকে , সে কালো মেয়েটার দিকে ফিরেও তাকায় না । তার যতো গুনই থাক , সে অপাংক্তেয় ।
সে যেচে কথা বলতে গেলেও ছেলেরা তার দিকে ফিরে তাকায় না । জগতের সব ধরনর সাহিত্য,গান ,কবিতা,সিনেমায় তার স্থান নেই । কোনোমতে তার বিয়ে দিতে পারলে , তার একটা গতি করতে পারলে তার মা-বাবারা বাচে । সে-ও বাচে ।
এরপর মেয়েটার সাথে আমার আর কথা হয়নি ।
পরবর্তীতে যখন তার কাছে ফোন করি, তখন তার মোবাইল বন্ধ পেয়েছিলাম। ওই একবারই কথা তার সাথে । খুবই ছোটখাট পরিচয়, ছোটখাট Chemistry এবং ছোটখাট কথা যা আপনাদের সাথে শেয়ার করলাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।