আমাদের কথা খুঁজে নিন

   

সফলতার জন্য পরিবর্তন



কর্মক্ষেত্রে সফলতার জন্য সময় ও নিয়ম মেনে কাজ করাটা খুব গুরুত্বপূর্ণ। এ জন্য নিজের সচেতনতা প্রয়োজন। আপনার কর্মপ্রতিষ্ঠানে কাজের পরিবেশ ঠিক রাখতে এবং নিজেকে দক্ষ কর্মী হিসেবে প্রমাণ করতে হলে নিজের ছোটখাটো ভুল শুধরে নেওয়াটাও জরুরি। এতে আপনার কাজের জন্য বিশেষ প্রশংসা পেতে পারেন। এসবের ফলে অফিসে কাজের সুস্থ পরিবেশ তৈরি হয়।

সুস্থ পরিবেশ অফিসের কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে নিজের অবস্থান সুদৃঢ় করতে নিজের অল্পবিস্তর ভুলগুলো শুধরে নিতে পারেন এখনই। এ জন্য যেসব বিষয়ের দিকে বিশেষ খেয়াল রাখতে পারেন তা নিচে আলোচনা করা হলোঃ -- অফিসে আসুন নির্দিষ্ট সময়ে। গন্তব্যের দূরত্ব বেশি হলে অথবা পথে যানজটে পড়ার আশঙ্কা থাকলে নির্ধারিত সময়ের আগে বাসা থেকে বের হন। -- বাসা থেকে বের হওয়ার আগে নিজের পরিচয়পত্র বা পাঞ্চ কার্ড নিজের সঙ্গে নিয়ে নিন।

প্রয়োজনীয় কাগজপত্র আগেই গুছিয়ে নিজের ব্যাগে সাজিয়ে নিন। -- অফিসে পৌঁছে কাজ শুরুর আগে সবার সঙ্গে কুশল বিনিময় করুন। আন্তরিক ব্যবহার করুন। -- নিজের কাজের জায়গাটিকে সব সময় গুছিয়ে রাখুন। অফিসের সামগ্রী বা যেকোনো কিছুর ব্যবহার সতর্কতার সঙ্গে যত্ন নিয়ে করুন।

-- অফিসে সবার সঙ্গে ভালো ব্যবহার করুন। কখনো কারও ভুল কাজে রাগ করবেন না। কাজটির ভুল বিষয়টা তাকে বুঝিয়ে বলুন। যৌথভাবে কোনো কাজ করার আগে নিজেদের ভেতর সমন্বয় করে নিন। সহকর্মীদের প্রতিদ্বন্দ্বী না ভেবে সহযোগিতাসুলভ আচরণ করুন।

-- অফিসের নিয়ম মেনে কাজ করুন। সময়ের কাজ সময়ে করুন। নিয়ম ও সময়ের ব্যাপারে সচেতন হোন। -- নিজের টেবিলটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সম্পূর্ণ অফিসকে পরিচ্ছন্ন রাখতে সহযোগিতা করুন। -- নিজের ভেতর পেশাদারি মনোভাব পোষণ করতে পারলে খুবই ভালো হয়।

একমাত্র পেশাদার ব্যক্তির সুনাম তার কাজের সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে। -- অফিসের প্রতিটি কাজের প্রতি দায়িত্ববান থাকুন। নিজের ওপর আস্থা রাখতে পারেন, এমনভাবে কাজ করুন। -- অফিস চলাকালে কাজের বাইরে কোনো বিষয় নিয়ে আলোচনা ও দলাদলি করবেন না। এতে কাজের পরিবেশ ও অফিসের পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি আপনার সম্পর্কে সহকর্মীদের বিরূপ ধারণা হতে পারে।

-- আপনি কাজের ক্ষেত্রে যদি অতিমাত্রায় সচেতন হন, তাহলেই শুধু নিজেকে ত্রুটিমুক্ত রেখে কাজ করে এগিয়ে যেতে পারবেন। কাজ করার পাশাপাশি নিজের শরীর-স্বাস্থ্য ও বিশ্রামের বিষয়ে খেয়াল রাখুন। মাত্রাতিরিক্ত পরিশ্রম শরীরের জন্য ভালো নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।