আমাদের কথা খুঁজে নিন

   

সফলতার চাবিকাঠিঃ একক এবং দলগতো

একমুখাপেক্ষি না হয়ে যা কিছু ভাল তা গ্রহন করা উচিৎ...

এককঃ মানুষের নিজস্ব কিছু শক্তি থাকে, যেসব শক্তি দেখা যায় না! প্রথম শক্তিটি হলো, ইচ্ছা, দ্বীতিয়টা অসীম আগ্রহ, তৃতীয় শক্তি হচ্ছে চেষ্ট এবং চতুর্থ শক্তি হচ্ছে ধৈর্য্য... এই চারটা শক্তিকে এক করলে যে কোনো কাজেই সফল হওয়া যেতে পারে... দলগতোঃ তবে বড় কাজের ক্ষেত্রে একক চেষ্টায় সফলতা আসতে অনেক সময় লাগে। বড় কাজের ক্ষেত্রে একজনকে অবশ্যই নেতৃত্ব দিতে হয়। যে কোনো বড় কাজের ক্ষেত্রে একই সারিতে দশজন নেতৃত্বকারী থাকলে সে কাজটি কখনোই সফল হবে না। কেনোনা মতামতের ক্ষেত্রে এই দশজনের মধ্যে দ্বিমত থাকবে। তবে এই সমস্যা দূর করা যাবে যদি এই দশজনকে একজন নেতৃত্ব দেয়।

একজন নেতা থাকবেন যিনি এই দশজনকে নিয়ন্ত্রন করবেন। এই দশজন নেতার মতামত তিনি নিরপেক্ষভাবে বিবেচনা করবেন। সুতরাং এই নেতাকে অসীম ক্ষমতাধর হওয়ার সাথে সাথে তার কিছু অসাধারন গুনাবলী থাকতে হবে, যেসব গুনাবলীর জন্য তিনি অন্য নেতাদের থেকে পৃথক থাকবেন। এসব গুনাবলীর মধ্যে অন্যতম হলো অন্যের সাথে মেশার সাধারন ক্ষমতা, অন্যের ভাবনাকে কখনোই ছোটো করে না দেখা, কোনো সিদ্ধান্তে কেউ বিরোধীতা করলে সেই সিদ্ধান্ত নিয়ে একটু হলেও ভাবা এবং বিরোধীতার সংখ্যা খুব বেশী হলে সেটা নিয়ে গভীর চিন্তা করা। আর কাজের ক্ষেত্রে নিরপেক্ষতা সুপ্রিম নেতার অলিখিত গুনাবলী হিসেবে অর্জিত হতে হবে।

------------------------------------------------------- প্রসঙ্গঃ একক সফলতা এবং নতুন সংগঠিতো দল আবর্জনা বিভাগে আজমান আন্দলিব এর উত্তরে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।