আমাদের কথা খুঁজে নিন

   

তেইশ বছর পেরিয়ে... (চব্বিশতম জন্মদিনে)

মুভি ক্রিটিক ব্লগ (প্রথম বাংলা মুভি ব্লগ) ★★★★★ © ২০০৭ - ২০১৩ ওয়েবসাইট: www.saifsamir.com

শীতের বৃক্ষের মতো শুকিয়ে গেছে সব সম্পর্ক রাতের আঁধারের মতো ঘনীভূত হয়েছে যতো দুঃখ বিষাদের জার্নালের পাতা ভরে উঠেছে দুঃসহ শব্দে হালখাতার হিসেবের অংকটা শূন্যই রয়ে গেল!! কোন ছবি কিনতে পারিনি জীবনের আর্ট গ্যালারি থেকে কোন গান বেচতে পারিনি সুরের সমঝদার নেই! দিন লুটিয়ে পড়েছে রাতের পদতলে অনেক আগেই রাত ঝুঁকে পড়ছে হাঁটু ভাঙছে গলা টিপে ধরা হয়েছে কোলাহলের অসংখ্য শ্রান্ত চোখে স্বপ্নদেবীর পদধূলি শুধু অতৃপ্ত আত্নার মতো জেগে থাকা পৃথিবীর সবচেয়ে দুঃখী বালকের বালিশে মুখ গুঁজে কান্নার বীজ বপনের সময় এসেছে! শোন বন্ধু কান পেতে... তেইশ বছরের জখমের খানাখন্দে অবিরত আর্তনাদ প্রতিবেশি অন্তর্জ্বালার উকিলি বিবাদ শব্দে শব্দে কানাকানি অন্ধকারের হাতছানি মৃত্যু আছে ওঁত পেতে ডাকছে ডাকছে... শব্দরা এলোমেলো ছেলেটা কি কাঁদছে? _________ ২১শে মে, ২০১০ সাল চব্বিশতম জন্মদিনে ছবির কথা: মোমের মতো জীবনটাও যেন গলে যাচ্ছে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।