আমাদের কথা খুঁজে নিন

   

গভীরে ডুবে আছি (একটি ছন্দ্বহীন কবিতা)

কে বোঝে কতটা বিষন্ন অনন্ত এই চন্দ্রায়ণ

গভীরে ডুবে আছি কোন তারা নিভে যাওয়া আলোতে অস্ফুট স্মৃতির অর্জিত ক্ষণে তোমার শ্রীমুখে ফ্লাশ লাইট আমাকে ধরে রাখে আজন্ম গভীর টানে।। আমি গভীর ভাবাবেগ ,অসুখের মত দেখেছি তোমার দু'ভ্রুর ভাঁজে; কবি তাঁর কবিতায় উপমার চরণ শৈলীতে তা হয়তো প্রকাশিত স্বর্ণ সময়ের ইতিহাসে।। জমিয়ে রাখা আমার কষ্টেরা জরাগ্রস্থতায় ভুগছে কতদিন চিকিৎসা বিহীন। কোন অদ্ভুত প্রত্যাশায় আমিও কামনা করি না, বহুদিন তোমার স্পর্শহীন আলিঙ্গন আর! অথচ আমি গভীরে ডুবে আছি আজও তোমাতেই।। ছবি: ইন্টারনেট

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।