মনোয়ারা মণি
একটি কল্প কথা লেখার ইচ্ছে ছিলো শিরোনাম হবে যার
‘মেয়েরা কেমন সাথী চায়’
সম্পদ, সন্তান, স্বাধীনতা আর নিরাপত্তা সবই যেনো গতানুগতিক
ভালোবাসার মানুষটির জন্য পাহাড় কেটে ছ’হাজার সিঁড়ি বানানোর
প্রেম কাহিনি শিহরণ জাগায় সত্য
তবে ঐ সময়টুকু গল্প করে কাটালেও মন্দ কি?
একজন নারীর চাওয়া আর প্রাপ্তি আজীবন রহস্যময়
হয়তো বা তার চাওয়া
অনেক চোখের আড়ালে কেউ একজন ছোট্ট একটি চিরুনি এগিয়ে
চুপি চুপি বলবে ‘চুলগুলো বড্ড বেসামাল এলোমেলো...
রাতের আঁধারে কেউ বা নিভৃতে বানাবে দুটি করে ইট বিছানো
ভালোবাসার একটি পায়ে চলা পথ
বৃষ্টি কাঁদার যন্ত্রণা থেকে যাতে রক্ষা পায় মানসীর দু’টি নাজুক পা
একটি সবুজ হৃদয় পায়ের শব্দ শিহরণে বুঝে নেবে প্রেয়সীর আগমন
পরাজিত হবে দৃষ্টির দৃশ্যতা
শিল্পীর অঙ্কিত বাস্তব ছবিটিকে মনে হবে বড় অচেনা অপ্রত্যাশিত
চিৎকার করে বলবে, ‘এই শীর্ণ ক্লান্ত মুখটি তো চাই নি আমি...’
আপন তুলিতে এঁকে নেবে তার ভালোবাসায় প্রথম দেখা প্রিয় মুখ
স্থবির সময়কে দেখে নির্বাক হবে ধাবমান কাল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।