অচেনা পথে হাটতে চাই অনেক দুর
কল্প শব্দের অর্থ কোন কিছুর কল্পনা বা কোন বাস্তব কিছুকে কল্পনা করে তা প্রকাশ করা। তাই এই প্রয়াস। কিছু কবিতার কথা যা সত্য আকারে প্রকাশ পেয়েছে।
ৎঅপ্রাপ্তবয়স্কদের এই কবিতা পড়ার প্রতি কোন রুপ বাধা নাই।ৎ
'কেবল এক প্রেমিক তার প্রেমিকার ওপর উপুড় হয়ে পড়ে আছে
তারা যেন পরস্পরের দুই হারানো আধখানাকে ফিরে পেয়ে
একটি নিটোল ঝিনুকের মত ধীরে ধীরে বন্ধ হয়ে গেল'
...............০...............................
তুমি আমার জন্য রাতের আকাশ জুড়ে
বিছিয়ে রেখেছ চটচটে জাল
তোমার স্তনের উপর বিন্দু বিন্দু স্বেদের মাদক আঠা
আমাকে অবশ করার জন্য কি উেওজক রস
ক্ষরন করছে তোমার মুকুলিত জিহ্বা
কবিতা দুটি লিখেছেন:- (জোর্তিময় দও)
প্রথম প্রকাশ: কল্প কবিতা-১
কল্প কবিতা-১
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।