আমাদের কথা খুঁজে নিন

   

আনিস সাহেব এইটা কী বললেন!!?? - সরকারী কর্মকর্তা/কর্মচারীদের মত ব্যবসায়ীদের বিরুদ্ধেও দুর্নীতির মামলা করতে এফবিসিসিএই এর অনুমতি নিতে হবে!!!!!!!

নিজেরে হারায়ে খুজি..... bohurupi.mohajon@gmail.com
আজ টেলিভিশনে খবর দেখতে বসে মাথায় ঠাডা পড়ার মত অবস্থা। এন বি আর এর সাথে প্রাক বাজেট আলোচনায় এফবিসিসিআই এর মহাজ্ঞানী সভাপতি আনিসুল হক এক আজব দাবি করে বসলেন! যেটা শুনে ও শুনলাম বলে বিশ্বাস হচ্ছিলনা...... 'সরকারী কর্মকর্তা/কর্মচারী দের বিরুদ্ধে দুর্নীতির মামল করতে হলে সংশ্লিষ্ট সরকারি বিভাগের অনুমতি নিতে হবে' - দুদকের আইনে এ রকম একটা সংশোধনী আনার চেষ্টা সরকারী প্রশাসন থেকে শুরু থেকেই চেষ্টা হয়ে আসছিল (কেন তা কি আর বলে দিতে হবে?), এবং তা অনেকদূর গড়িয়ে গেছে (হায় কাপাল!! আমরা কই আছি??)। এ নিয়ে বিস্তার বির্তকও চলছে। এরই মাঝে আজ আনিসুল হক সাহেব তার আজব আব্দারটি করে বসলেন। ব্যবসায়ীদের বিরুদ্ধেও দুর্নীতির মামল করতে হলে এফবিসিসিআই এর অনুমতি নিতে হবে এমন একটি ব্যবস্থা তিনি চান!! ও আল্লাগো................ (আর কিছু বলার নাই)। তুমুল করতালির মাধ্যমে তার ব্যবসায়ী বন্ধুরাও এ দাবীকে স্বাগত জানালেন (যেটা খুবই স্বাভাবিক)। লাও ঠেলা - সরকারী কর্মকর্তা/কর্মচারীরা বাদ, মহান ব্যবসায়ীরাও বাদ - এখন কোটি টাকার প্রশ্ন হইল, ------বাংলাদেশে তাইলে দুর্নীতিটা করে কে????
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.