আমার কাফন আমি চাদরের মত পরে কতদিন আন্দোলিত হবো
অজস্র কথা ছিলো
যেগুলো নিয়ে উপন্যাস লিখে ফেলা যেতো
অনেক এলোমেলো ভাবনা ছিলো
যাদের নিয়ে অনেক স্বপ্ন-বোনা যেত
অনেক স্বপ্ন ছিলো
যেগুলো বাস্তবে রূপ নিতে পারত
অনেকগুলো না বলা কথা ছিলো
বলে ফেললে জীবনটা অন্যরকম হতে পারত!
তোমার স্মরণে আজও বুকের কোণে একটা ক্ষত টের পাই
একটু না পাওয়ার, না বলার হাহাকার হয় কি?
অনেক ভালোলাগা গুলোকে উপেক্ষা করে
বলে ফেলা-- "আমি চললাম"
আর হয়নি ফেরা
হয়ত কখনো হবেও না
জীবনের অর্থ খুঁজি, বাস্তবতাকে আবিষ্কার করার চেষ্টা করি
প্রতিরাতের আঁধারে, নিস্তব্ধতার শূণ্যতায়।
কার কণ্ঠ ভাসে কানে??
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।