আমাদের কথা খুঁজে নিন

   

একটি চিঠির পাতা

আমার বন্ধুর জন্য চিরদিন ত্যাগ স্বীকার করতে চাই।

তাহিরপুর, সুনামগঞ্জ রাত ১:৫৭ মিনিট প্রিয় সাইদুল, সেই শেষ বিকেলের সুর্যটা অনেক দিন পরে আবার আকাশে উকি মেরেছে। সত্যি কথা বলতে কি এখনও আমি ঠিক এই সমাজ সংসারের সংেগ নিজেকে খাপ খাইয়ে নিতে পারিনি। বর্তমানে আমি যেটা করছি সেটা সম্পুর্নই আমার নিজের সংগে অভিনয় মাত্র। আর তুই’ই বল একটা মানুষ এভাবে আর কত দিন অীভনয় করে যেতে পারে! যদি চাকরি না করতাম তাহলে হতাম সংসার ত্যাগী; তাতে সবার প্রতি, আমার পরিবারের সবার প্রতি অন্যায় হত।

সকল অন্যায় অবিচার আর দায় থেকে মুক্ত হতে নিজের সাথে এ অভিনয় করে চলেছি। অনেক দিন পর গভীর রাতে যখন কোন কিছুতেই আর মন বসাতে পারছিলাম না তখন কারনটা খুজে বের করতে আর বেশী কষ্ট হল না যে বারবার কারজন্য মনটা এমন ছটফট করছে। বন্ধু আর সবার মত তুইও কি আমাকে ভুল বুঝে বসে আছিস? যদি তাই করিস্ তাহলে আমার আমার বুকের ভিতরের বিশাল শুন্যতা কোথায় গিয়ে ভরাব? সময় আর পরিবেশের সাথে নাকি সবকিছু বদলায় আমি কেন বদলাতে পারছি বলতে পারবে কেউ কোন দিন! এ জগতে বিবেকবান মানুষদের সবচাইতে বেশী কষ্ট। আর সেই কষ্টে প্রতি পড়তে পড়তে জ্বলে পুড়ে মরছি। জানিনা কবে এ নরক যন্ত্রনা থেকে মুক্তি পাবো, হয়তো বেঁচে থাকতে আর তা হবে না কোন দিন।

আমি জানি শিল্পী আমার উপর অনেক অভিমান করে আছে। দেখিস একদিন তোদের সবার অভিমান ভাঙাতে সব কিছু ছেড়ে ছুড়ে তোদের কাছে চলে আসবো। সেদিন হয়তো থাকবে না আমার ক্ষনিকের জন্য জন্মানো প্রতিপত্তি। সেদিন বিলাশিতার যবনিকা ঘটিয়ে দারিদ্রতাপুর্ন শুন্য হাতে দরজায় গিয়ে কড়া নারবো। আর কেন জানিনা তোদের এই হতভাগার দারিদ্রতা খুব ভাল লাগে।

আর কি লিখব কলমের কালি দিয়ে তো লেখা নয় যে ফুরিয়ে যাবে। অনেক টাকায় কেনা ল্যাপটপের দামী কী-তে টাইপ করা চিঠির পাতায় তোকে লিখে মনের কষ্টটা হালকা করার চেষ্টা করছি। ভাল থাকিস বন্ধ,ু অনেক ভাল। ইতি জহুরুল কাইয়ুম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.