আমাদের কথা খুঁজে নিন

   

মাদারীপুরে স্বেচ্ছাশ্রমে বেড়িবাঁধ নির্মাণ হচ্ছে

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি

গত কয়েকদিন ধরে কুমার নদের তীরঘেঁষা পূর্ব গাছবাড়িয়া গ্রামের প্রায় ১০ হাজার মানুষের মাদারীপুর জেলা সদরে আসার একমাত্র সংযোগ বেড়িবাঁধ কাম রাস্তাটিতে ভাঙন দেখা দিয়েছে। এতে হুমকির মুখে পড়েছে ৫ হাজার হেক্টর জমির ফসল। আতঙ্কিত মানুষ পূর্ব গাছবাড়িয়া প্রভাতী যুবসংঘ ক্লাবের উদ্যোগে ভাঙন প্রতিরোধে বাঁশ ও মাটি দিয়ে মেরামত করছেন ২ কিলোমিটারের এ বেড়িবাঁধ এবং যাতায়াতের রাস্তাটি। বাঁশ ও গাছের অর্থও দিচ্ছেন নিজেরা চাঁদা তুলে। তবে সরকারি কোনো সংস্থা ও রাজনৈতিক নেতারা ভাঙন প্রতিরোধে কোনো ভূমিকা না রাখায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

বেড়িবাঁধ নির্মাণের মূল উদ্যোক্তা ফজলুল হক বেপারী কালু অনেকটা দুঃখ প্রকাশ করে বলেন, আমাদের এই গ্রামটিতে কোনোদিনই কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান সবার কাছে গিয়েছি এই কুমার নদে ২ কিলোমিটারের একটি বেড়িবাঁধ দেয়ার জন্য, কিন্তু তারা সব সময়ই প্রতিশ্রুতি দিয়ে গেছেন। পূর্ব গাছবাড়িয়া যুবসংঘের সভাপতি মোঃ মিজানুর রহমান বলেন, আমাদের এই কুমার নদে বেড়িবাঁধ দেয়ায় এ অঞ্চলের ৩ হাজার পরিবারের জমিজমা-ঘরবাড়ি চরম হুমকির সম্মুখীন হতে হয়নি। একইসঙ্গে রক্ষা পেয়েছে কয়েক হাজার ফসলি জমি। সরকারের কাছে আমাদের দাবি, আমাদের এই দুই কিলোমিটার বেড়িবাঁধটি বাঁশ-কাঠের পরিবর্তে স্লাব দিয়ে নির্মাণ করে এই গ্রামের ১০ হাজার মানুষের চলাচলের উপযোগী একটি রাস্তা তৈরি করে দেয়া হোক।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.