মাদারীপুরে হরতালের সমর্থনে মাদারীপুর জেলা যুবদলের উদ্যোগে একটি মিছিল বের করলে পুলিশের বাঁধার মুখে পড়ে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে টিয়ারসেল নিক্ষেপ করে। ঘটনাস্থল থেকে পুলিশ মাদারীপুর সদর থানা যুবদলের সাধারন সম্পাদকসহ ৩ জনকে আটক করেছে।
জানা গেছে, আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে হরতালের সমর্থনে মাদারীপুর জেলা যুবদলের একটি মিছিল শহরের সুমন হোটেল এলাকা থেকে পুরানবাজারের দিকে যাওয়া পথে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পরে। এসময় পুলিশ মাদারীপুর সদর থানা যুবদলের সাধারন সম্পাদক কামাল হোসেন, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান ফকুসহ ৩ জনকে আটক করে।
মাদারীপুর জেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান মুরাদ বলেন, আমাদের শান্তিপুর্ন মিছিলে পুলিশ হামলা ও টিয়ারসেল নিক্ষেপ করেছে। আমাদের একাধিক নেতা কর্মীকে আটক করেছে।
মাদারীপুর সদর থানার ওসি সুবাস কুমার পাল বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ৩ জনকে আটক করেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।