বুধবার মধ্যরাতে সদর উপজেলার মস্তফাপুর স্পনিং মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে বলে মাদারীপুরের এএসপি আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, বাসটি বিপরীতমুখী নসিমনকে চাপা দিলে ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়।
নিহতরা হলেন, নসিমনের চালক ও তিন মহিলা যাত্রী। তাদের পরিচয় এখনো জানা যায়নি। আহতরাও নসিমনের যাত্রী।
ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, আহতদের অবস্থাও গুরুতর। তাদেরকে ফরিদপুর ও ঢাকায় পাঠানো হচ্ছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।