শিবচর থানার ওসি একেএম মাসুদ খান জানান, বুধবার ভোরের দিকে নিলখীর বাগমারায় এ ঘটনা ঘটে।
নিহত কিরণ বেপারি (৩২) চরমপন্থি দল ‘সর্বহারার’ একজন স্থানীয় নেতা। তার বিরুদ্ধে একাধিক হত্যা, ডাকাতি ও চাঁদাবাজির মামলা রয়েছে বলে জানান ওসি।
মঙ্গলবার ভোরে দুই সহযোগী শিবলু শেখ ও জামাল শেখসহ কিরণকে পাচ্চর থেকেই আটক করে পুলিশ। কিরণকে নিয়ে বুধবার মধ্যরাতে বাগমারায় শুরু হয় অস্ত্র উদ্ধার অভিযান।
এএসআই নিউটন জানান, অভিযান চলাকালে সর্বহারা সদস্যরা পুলিশের দিকে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে কিরণ পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করেছে বলে জানান তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।