আমাদের কথা খুঁজে নিন

   

মাদারীপুরে গৃহবধূ খুন

মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের চতুরপাড়া গ্রামের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু ঘটনা ঘটেছে। ওই গৃহবধূর পরিবারের অভিযোগ পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় সোমবার রাতে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার লক্ষীগঞ্জ গ্রামের সিরাজ বেপারীর মেয়ে শিরিনা আক্তার (১৯) এর সাথে দেড় বছর আগে চতুরপাড়া গ্রামের নুরু মোল্লার ছেলে এমদাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই এমদাদের পরিবার তুচ্ছ ঘটনা নিয়ে গৃহবধূ শিরিনাকে মারধর করত।

সোমবার সন্ধ্যায় শিরিনার অসুস্থতার খবর পেয়ে মেয়ের শ্বশুরবাড়ী এসে দেখে মেয়ে লাশ মাটিতে শোয়ানো, শ্বশুরবাড়ির  লোকজন পলাতক। পরে শিরিনার বাবা মাদারীপুর সদর থানা পুলিশকে জানালে পুলিশ লাশ উদ্ধার করে।

শিরিনার বাবা সিরাজ বেপারী অভিযোগ করে বলেন, তার মেয়েকে খুন করেছে খুনিরা। পরিকল্পিতভাবে মারধোর করে খুন করা হয়েছে আমার মেয়েকে।

মাদারীপুরের এএসপি (সার্কেল) আবুবকর সিদ্দিক বলেন, ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

অভিযুক্তদের গ্রেফতারের জন্য খোঁজা হচ্ছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.