মাদারীপুরের রাজৈরের ঢাকা-বরিশাল মহাসড়কের কালিবাড়ি এলাকা থেকে আজ সকালে অজ্ঞাত এক যুবকের (৩০) লাশ উদ্ধার করা হয়েছে।
তবে এটা কি খুন নাকি সড়ক দুর্ঘটনায় তা নিশ্চিত করতে পারেনি রাজৈর থানা পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাজৈর উপজেলার কালিবাড়ি এলাকায় রাসত্মার পাশে থাকা একটি লোকাল বাস পার্কিং করে রাখা। তার পাশেই একটি মটরসাইকেল ফেলে রাখা। মটর সাইকেলের অদুরেই পড়ে ছিলো এক যুবকের লাশ।
সকালে এলাকাবাসী যুবকের মৃতু্য দেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে যুবকের লাশ ও মটরসাইকেল উদ্ধার করে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরম্নজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। এটা হত্যাকান্ড নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। এখনও যুবকের পরিচয় নিশ্চিত করা যায়নি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।