আমাদের কথা খুঁজে নিন

   

মাদারীপুরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

মাদারীপুর সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ গ্রামে আজ সোমবার সকালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এসময় দুইগ্রুপ ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু করলে মাদারীপুর সদর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, লক্ষ্মীগঞ্জ গ্রামের ইসলাম খাঁনের সঙ্গে সিরাজ খাঁর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গতকাল রবিবার দুপুরে পুকুরে মাটি কাটাকে কেন্দ্র করে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে সিরাজ খানের নেতৃত্বে হামলা চালিয়ে ইসলাম খার ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করে।

এসময় অস্ত্রের আঘাতে হোসেন খাঁ (৫৫), নুর ইসলাম খাঁ (৫০), আলেয়া বেগম (৪৫), মিরাজুল খাঁ (২৮) আহত হয়। তাদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার জের ধরে আজ সকালে আবার দুই গ্রুপ বিরোধে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন।

এ ব্যাপারে মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.