সবাই বলে আমি নাকি অনেক সুখি মানুষ. . .
"আগে কখনো স্বপ্ন দেখতাম না। কিন্তু যেদিন থেকে তোমাকে ভালবাসলাম, সে দিন থেকেই হয়ত আমার স্বপ্ন দেখা শুরু। দিনে দিনে ছোট্ট ছোট্ট স্বপ্ন গুলো মিলে এক বিশাল সাম্রাজ্য তৈরি করছে। সেই বিশাল সাম্রাজ্য জুড়ে থাকবে শুধু তুমি। তুমি হবে আমার রানী।
সেই সাম্রাজ্যের এক পাশে বিশাল সমুদ্র, এক পাশে দৃষ্টির সীমানা জুড়ে লাল গোলাপের বাগান. . আর আমাদের জড়িয়ে থাকবে অন্তহীন নীল আকাশ। কখনো হাত ধরে রক্ত লাল ফুলেদের মাঝ দিয়ে হেটে যাব। সন্ধে বেলায় তোমায় বুকে জড়িয়ে ধরে বিশাল সমুদ্রের মাঝে সূর্যটাকে বিদায় জানাব। তুমি অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকবে। আমি তোমার এভাবে তাকিয়ে থাকা দেখে হেসে ফেলব।
তুমি সেই হাসি দেখে একটু লজ্জ্বা পেয়ে যাবে। আমি তখন আলতো করে তোমার চোখের সামনে নুয়ে আসা চুল গুলো সরিয়ে দিব. . আগে কখনো স্বপ্ন দেখা হতো না। আর এখন এক মুহূর্তের জন্য স্বপ্ন দেখা থামাতে পারিনা।
এখন আর আমার এক মুহূর্তের জন্য একা থাকা হয় না। মনে হয় যেন প্রতিটা মুহূর্ত তুমি সাথে আছো।
আর সবচে মজার কথা কি জানো. .? তুমি যখন সত্যি সত্যি আমার পাশে থাক, তখন মনে হয়. . এ যেন আমার কল্পনা। আর যখন তোমাকে স্পর্শ করি, তখন আরো বিশ্বাস করতে কষ্ট হয়। আমি আবাক হয়ে ভাবি, বাস্তবতা গুলোও কেন এমন স্বপ্ন হয়ে যায়. . . .!!!"
এই প্রেম পত্রটি আমার এক বন্ধুকে তার প্রেমিকার জন্য লিখে দেয়া। প্রথম প্রেম পত্রের সফলতার ধারাবাহিকতায় এটি দ্বিতীয়। তবে আমার জীবনে এটি আমার লেখা তৃতীয় প্রেম পত্র।
প্রথম প্রেম পত্রটি লিখে ছিলাম আমার নিজের জন্য। যাকে দেয়ার জন্য লেখা. . তাকে আর দেয়া হয়নি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।