আমাদের কথা খুঁজে নিন

   

জার্নাল

শব্দশিখা জ্বলে...

আ ব দু র র ব ভালোবাসা আর অন্ধকারে এই উচ্চারণ। বালিকা, ফেরিঅলা, ফেন্সিসেবী আর ধর্মভীরু এর খরিদ্দার। চোখাচোখি লেনদেন হয় নীরবে। নীরবতাই নিশ্চিত করে ব্যাবসার বিশ্বস্ততা। বিতরণকারীর নিয়ম মেনেই সব হয়, আঠালো জীবন বয়ে চলে সংকীর্ণ গলিতে।

যুদ্ধ, মহামারি ও বন্যায় জড় হওয়া মানুষেরাই গড়ে তুলেছে এই বস্তি, শ্রমশিবির। স্বপ্ন পাল্টে দেয় ওদের গতিপথ। শিশুরা খেলছে এখানে সেখানে। মা-বাবারা জানে না কে বা কারা ওদের ধরে নিয়ে যায়। ছায়াচিত্রের পিছনে কারা? বরং বালিকা, ফেরিঅলা, ফেন্সিসেবী আর ধর্মভীরুদের অনেক জীবন্ত মনে হয়।

ঝামেলার ভিতরে থেকেও কি ভাবে যেন এরা এড়িয়ে চলতে পারে ঝামেলা। হাসি ঠাট্টা করে, গান গায়। মমতাজের ক্যাসেট কিনে বাজায়, তাঁকে তুলে আনে। ভালোবাসা আর অন্ধকারে যোগ হয় গুরুচণ্ডালি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।