হিন্দু না ওরা মুসলিম ঐ জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মা'র
যে নগরে মরারাই জ্যান্ত বেশি,
সে নগরে সফেদ কাফনে ঢাকা রাজপথ,
রোজ রোজ জোয়ান রক্ত খেয়ে,
তবুও সফেদ থাকে, দিনমান ব্যস্ত থাকে।
রোজ রোজ
সে নগরে, মাংস চামড়া খসা, হাড্ডিসার ভালবাসা,
নিজেরে বিকায়।
পচা গলা ধর্ম বেশ্যা, যার তার বিছানাতে, নানান ভঙ্গিমাতে,
গতর বিলায়।
মরারাই জ্যান্ত বেশি যে নগরে,
সে নগরে,
পাতাহীন ডাল আছে, মরা মরা গাছ আছে,
যুবতীর লাশ আছে, গোঙানির গান আছে,
মায়া নেকড়ে চাঁদ আছে, রক্ত বন্যা আছে।
সে নগরে,
বেগানা মিছিল নাই, জোয়ান মর্দ নাই,
মানুষ প্রেমিকা নাই, পিতাসম গুরু নাই,
শিরা, উপশিরা, ধমনি, খাতা, পত্র, বই,
কলম, কিবোর্ড অথবা মদের গেলাস, কোথাও
শহীদের এক ফোটা রক্ত নাই।
যে নগরে মরারাই জ্যান্ত বেশি,
মরারাই জ্যান্ত বেশি যে নগরে,
সে নগরে শহীদের সবটুকুর রক্ত শুষে,
সফেদ রাজপথ, দিনমান ব্যস্ত থাকে।
সে নগরে বন্ধু,
তোমার আমার ধমনিতে,
শহীদের এক ফোটা রক্ত নাই,
পিতৃপুরুষের বীর্য নাই।
এ নগরে মরারাই জ্যান্ত বেশি বন্ধু,
মরারাই জ্যান্ত বেশি এ নগরে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।