সকল মৌলিক লেখার সত্ত্ব লেখকের ।
কবিতারা আজ পালিয়েছে
কবিতারা আজ পালিয়েছে
নিসর্গের অনিবার বাতায়ন পথে
বনমোরগের ধুসর ডানায় চড়ে
গুলঞ্চ জড়িয়ে যেখানে হিজল তমাল
লতা গুল্মের ঝোপের ধারে বাঁশবন বেতবন
অশ্বত্থের ছায়া তলে জনম জনমের মিতালী যেখানে
যেখানে মৌ মৌ গন্ধে বুনোপথে বনফুল
বারতা ছড়ায় আতিথেয়তার
প্রজাপতি সপ্তবর্ণী পোষাকে অঙ্গ জড়িয়ে
স্বাগত জানায় নিরন্তর
বনতলে সঙ্গীতের সুর লহরী ঝরে
মধুমক্ষিকা আর ভ্রমরের গুঞ্জরনে
দোয়েল কোয়েল খঞ্জনার স্বরজালে
দূর দুরান্তে সবুজ বনানির ফরাশের পরে
ভাটির দেশের কবিতা-বর্ণমালার বর্ণিল ভুষা
মেঘকন্যা হয়ে দোলে আকাশের ছাদ তলে
কবিতারা আজ পালিয়েছে
রংধনু রঙ ঘুড়ির রথে
মরাল মরালীর পালক যেখানে ওড়ে
আকাশ নীলান্তে শুভ্র মেঘের দেশে
নগরে নগরে উড়ে উড়ে ফেরা
পেঁজা তুলো দুধ সাদা মেঘের শয্যায়
পরী-দুহিতারা যেখানে সাজায় বাসর
শরহপা কাহ্নপার হাতছুঁয়ে হেলেদুলে চলা
পদ্মাবতী দোলনচাঁপা আজ পাখা মেলেছে সেখানে
কবিতারা আজ পালিয়েছে
ঢেউয়ের সফেন বাহুতে সখ্যতা পেতে
সফেদ পাল তুলে রাজহংসী-জাহাজগুলো
যেখানে ভেসে বেড়ায় সুনীল সমুদ্রে
থৈ থৈ আদিগন্ত নীলাম্বুরাশি ছুঁয়ে
শাঁই শাঁই উন্মাতাল বাতাসের রাগিনী
দৈব সাঙ্গীতিক আবহ সাজায় মাস্তুলে
ফুরফুরে লোনা গন্ধ জড়িয়ে ডানায়
এলবেট্রস গাঙচিল আড়মোড়া ভাঙ্গে
বঙ্গ বদ্বীপের কবিতা-মেয়ে সেখানে আপন মনে
নেচে বেড়ায় মৎস্য কন্যা জলপরীদের সনে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।