আমাদের কথা খুঁজে নিন

   

কবিতারা

আহসান জামান

হৃদয় থেকে উড়ে যাচ্ছে শব্দমেঘপুন্জ্ঞ কান্নার জল তবু তৃষ্ণায় ডাকে, গলাধরাস্বরে; আর ক্রমশ: ফুটে ওঠে নি:স্বতার ছবি। নাটকের কাল্পনিকরূপে রংতুলি আঁকাজোকা সেই পুরানো বাড়ীর পথ, মাঠ-ঘাট এখনও কী চিনেছে আমার। দু'পায়ে জমেছে ধূলো; অনেক কালের নশ্বরপাপ। কেবল শব্দরা করে আয়োজন; পংক্তির ডানায় উড়ছে প্রজাপতি, আগামী স্বপ্নচোখ। অসংখ্য ভীড়ের শহর; আমি একা হতে হতে হারিয়ে ফেলছি তাই, শব্দের নিজস্বতা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।