আমি সবার কথা লিখি।
আয়না থেকে আলমারী,
সাপ-বেজীর যুদ্ধ,
স্কুলব্যাগে লুকোনো নিষিদ্ধ উপন্যাস,
দামী সুগন্ধী চন্দন সাবান,
সব.....এসবই আমার কবিতার নায়ক।
আমি কোন পথশিশুর পকেটের
ছেড়া ময়লা টাকার কথা
লিখেছি ঘন্টার পর ঘন্টা।
আমি ক্ষুধার কথা বলেছি।
আবার ভরপেটে পাশবিক রোমান্সের কথাও বলেছি
কখনও কখনও।
কিংবা কোন এক সুগভীর ভাবনায়
শব্দের রঙ্গে এঁকেছি ঈশ্বরের পোর্টেট।
তোমার কথা,
তার কথা,
তাদের কথা বলেছি অকপটে।
যা বলতে চাইনি,
তাও কে বা কারা যেন আমার কলমে কান পেতে শুনেছে।
বৃষ্টি,
বৃষ্টিতে জোৎস্না এবং নিশিকন্যার চুল।
কিন্তু আমি তাদের কথা বলিনি কখনও।
হ্যাঁ,
তারা আমার প্রিয় কবিতারা।
(রিপোস্ট)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।