কিছুটা কালোয়, কিছুটা সাদায়
স্বপ্নে ফুলের মতো কবিতারা আসে।
বলে, গন্ধ নেবে?
ভাল্লাগে না গন্ধ- না।
কবিতারা রোজ আসে মেঘের মতো।
বলে, জল নেবে?
সিক্ত হয়ে কী লাভ- না।
কবিতারা ঢেউয়ের মতো ডানা ঝাপটায়।
বলে, ঠাণ্ডা নেবে?
হৃদয়ে উষ্ণতা দরকার- না।
কবিতারা আসে তোমার মতো, প্রেমময়ী ।
বলে, ভালবাসা নেবে?
আমি আচমকা বলে ওঠি- হ্যাঁ।
কবিতারা আসে তোমার মতো, আসল তুমি।
বলে, কষ্ট নেবে?
আমি কী যেন বলি- হ্যাঁ, না!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।