লালবাগ কেল্লার জায়গার অবৈধ দখল উচ্ছেদে আদালতের নির্দেশনা বাস্তবায়নে বাধা দেওয়ার অভিযোগে স্বতন্ত্র সংসদ সদস্য হাজী সেলিমের বিরুদ্ধে রুল জারি করেছেন হাইকোর্ট। এ সংক্রান্ত একটি আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বিচারপতি আশফাকুল ইসলাম এবং বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতের নির্দেশনা বাস্তবায়নে বাধা সৃষ্টির কারণে আদালত অবমাননার অভিযোগে দোষী সাব্যস্ত করে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তার কারণ জানতে চাওয়া হয়েছে। দুই সপ্তাহের মধ্যে হাজী সেলিমকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। লালবাগ কেল্লা রক্ষায় ২০১১ সালের ২৬ অক্টোবর রায় দেন হাইকোর্ট। রায়ে সংরক্ষিত এলাকা বলে ঘোষিত লালবাগ কেল্লার ভেতরের সীমানা ও আশপাশের সব দখলদারকে উচ্ছেদ এবং স্থাপিত সব স্থাপনা ভেঙে ফেলার নির্দেশ দেন আদালত। গত ৩০ মার্চ আইনশৃঙ্খলা বাহিনী ও কর্মকর্তারা অবৈধ স্থাপনা উচ্ছেদ প্রক্রিয়া শুরু করলে হাজী সেলিম তাতে বাধা দেন এমন অভিযোগ করে ১ এপ্রিল তাকে আইনি নোটিস দেয় মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। একই সঙ্গে ঢাকার এক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লালবাগ থানার ওসিকেও ওই নোটিস দেওয়া হয়। বাকি দুজন নোটিসের জবাব দিলেও হাজী সেলিম দেননি। এর পরিপ্রেক্ষিতে হাজী সেলিমের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে মামলা করা হয়। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।