আমাদের কথা খুঁজে নিন

   

উষ্ণতা (রুবাঈ)

সকল মৌলিক লেখার সত্ত্ব লেখকের ।

উষ্ণতা (রুবাঈ) আশার ভ্রমর দিক হারালে অনেক কিছুই স্বপ্ন এখন ফাগুন কালে পিক পালালে পত্রঝরার আসলো সমন সাইবেরিয়ার ঠান্ডা জমে হচ্ছে বরফ মানস-দেহ শীতল হৃদয় কেমনে দেবে সাধ ভরানোর উষ্ণ স্নেহ রাত নিশিতে স্বপ্ন ঘোরে চুম্‌লে প্রিয়ার উষ্ণ ঠোঁটে গ্রীষ্ম দেখা হয় কদাচন সখ পুরাতন উথলে ওঠে উষ্ণতা টুক আনতে মনে দাওনা নরক অগ্নি জ্বেলে ঐ আগুনের আলোয় যেন যায় কিছুক্ষন হেসে খেলে গ্রীষ্ম যেদিন প্রবল ছিলো উষ্ণ ধারা বইতো মনে হৃৎ যমুনায় উঠতো জোয়ার গাইতো পাখি সুরের বনে একুল ওকুল দুকুল গেলে আর কি হবে প্রহর গুণে দিন জীবনের যাচ্ছে কেটে খেরোখাতায় শব্দ বুনে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।