আমাদের কথা খুঁজে নিন

   

একটি সান্তনা



মানব জীবন অত্যন্ত বৈচীত্রময়। জন্মের পর থেকেই শুরু হয় বেচে থাকার জন্য যুদ্ধ, আর এমন কেউ নেই যে কিনা এই যুদ্ধে শেষ রক্ষা করতে পারে। কেউ কেউ এই জীবন যুদ্ধে অনেক বছর টিকে থাকে। আবার অনেকে টিকতেই পারেনা, জন্মের পর পরই হেরে যায়। প্রশ্ন হচ্ছে কিছু দিন টিকে থাকাই ভাল ? নাকি শুরুতেই হেরে যাওয়া ভাল? একটি মানব শিশু যখন মাতৃগর্ভে ধীরে ধীরে বেড়ে ওঠে, পিতা-মাতার আনন্দ যেন আর ধরে না।

তারা নানা রকম সপ্নের জাল বুনতে থাকে, তাদের সন্তান বড় হবে, মানুষের মত মানুষ হবে, তাদের সামনে ঘুর ঘুর করে ঘুরে বেড়াবে, ভবিষ্যতে সকল দায়দায়িত্ব কাধে নেবে, মা-বাবার মুখ উজ্জল করবে, বংশ রক্ষা করবে, আরও কত কি? কিন্তু আমরা কি ভেবে দেখেছি, আমাদের এই সব সপ্ন পুরন করতে তাদের কত কঠিন যুদ্ধের সম্মুখীন হতে হবে? আমরা কতইনা স্বার্থপর ! আমাদের মৌনতৃপ্তির জন্য আমরা ওদের কিভাবে কঠিন বাস্তবতার সামনে ঠেলে দিই ! কেউ কেউ যদি এই যুদ্ধ না লড়তে চাই? এক দুইজন শিশু তাদের মাতা-পিতার সপ্ন নাইবা পুরন করল, তারা না হয় যুদ্ধের হারটা আগেভাগেই মেনে নিল। কিন্তু এতে ওরাতো সুখি হলো, স্থান পেল চির শান্তির স্থান বেহেস্তে। কারণ ওরা তো নিষ্পাপ। এই কঠিন পৃথীবির বুকে জীবন ধারনের মত কষ্টকর বোঝা অন্তত ব্ইতে হলোনা তাকে। কে কবে পৃথীবির বুকে আসবে আর কতদিন পৃথীবির বুকে থাকবে তা আল্লাহতালা নির্ধারন করে থাকেন।

তিনি সব জানেন, আর তিনি তার বান্দাদেরকে খুব ভালবাসেন। আমাদের জন্য যা কিছু মঙ্গলকর তিনি তাই করেন। তাই এসেই যদি কেউ চলে যেতে চায়,ধরে রাখার অনেক চেষ্টার পরও যদি কোন নবাগতকে আটকে রাখা না যায়, তাহলে মনে কষ্ট পাওয়া কি আমাদের উচিৎ ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.