আমাদের কথা খুঁজে নিন

   

ছাত্র নামের অছাত্র লীগের কুকর্মের স্রোত - প্রধানমন্ত্রী কি কানা???

দ্যা ব্লগার অলসো.....

পত্রিকায় তো বটেই, ছাগু সম্প্রদায়ের বদৌলতে ব্লগেও নিউজগুলো হেডিং হচ্ছে। প্রতিদিনই ধর্ষনের ঘটনা ঘটছে। প্রতিদিনই কেউ না কেউ হচ্ছে অত্যাচারের শিকার। ছাত্র নামের অছাত্র লীগের এই সব কুকর্মের দায়ভার কে নেবে? বাংলাদেশের মানুষ বিপূল উৎসাহে আওয়ামীলীগের ভোট বাক্স ভরিয়ে দিয়েছিলো, বিএনপি এবং জামাতিদের লাগামহীন চুরি-চামারি এবং দূর্নীতির বিরুদ্ধে। সেই সাথে রাজাকারের বাচ্চাদের খোঁয়াড়ে ভরে জবাই করার প্রতিশ্রুতি তো ছিলোই।

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে চরমভাবে ব্যর্থ হাসিনার সরকারের হাতে এ মূহুর্তে জনগনের জন্য মঙ্গলজনক কিছু আছে কিনা জানিনা, কিন্তু যতো ধরনের অমঙ্গলজনক কাজ করা সম্ভব তার সবই করছে দোসর সংগঠন ছাত্রলীগ। দেখে-শুনে মনে হচ্ছে, ছাত্রলীগ অলিখিত লাইসেন্স পেয়ে গেছে নারী ধর্ষনের, টেন্ডারবাজির, খুনের। ব্লগে ছাগু সম্প্রদায়ের হাতে লেখার টপিক যেন এইসব ঘটনাগুলো। আমি এসব পড়িনা। রেগুলার পত্রিকা পড়ি।

তাই খুবই কষ্ট লাগছে, এভাবে চলতে থাকলে আমরা কার উপর ভরসা করবো? নাই মামার দেশে কানা মামা তো আওয়ামী লীগই। কিন্তু কানা মামা নামটার স্বার্থকতা প্রধানমন্ত্রী এভাবে করবেন, তা কে জানতো? তার কি উচিত না, ছাত্রলীগ এবং অন্য অঙ্গসংগঠনগুলোকে জরুরী বৈঠকে তলব করা? প্রতিটি ঘটনার চুলচেরা বিশ্লেষন করে এর ব্যবস্থা নেয়া? ছাত্রলীগকে সতর্ক করে দেয়া, যে এভাবে চলতে থাকলে আমাদের ভোট বাক্সে ভোট তো দূরে থাক, কাগজের টুকরোও থাকবেনা? তা করবেন না তিনি, তার মুখপাত্র ৫৪৩ (বিলুপ্ত হয়ে যাওয়া টেপ) সাহারা খাতুন এসব দেখেও উচ্চকিত কন্ঠে নির্লজ্জের মতো বলে বেড়াবেন, অতীতের যেকোন সময়ের চাইতে আইন-শৃংখলা পরিস্থিতি বর্তমানে ভালো আছে। হ্যাঁ, জনাবা ৫৪৩, আপনি নিশ্চিন্ত মনে তৃপ্তির ঢেকুর তুলতে থাকুন। আগামী নির্বাচনে যখন গদাম খাবেন, তখন আমরা যারা আপনাদের ভরসায় এখনো তাকিয়ে আছি, তারা জামাত-বিএনপি জোটের কাছে আরেকবার হারার প্রস্তুতি নিয়ে রাখি। ***ক্ষোভ থেকে লিখলাম।

এখানে ছাগু সম্প্রদায়ের লাদানোর কোনো দরকার নেই। ***

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.