আমাদের কথা খুঁজে নিন

   

ইলিশ পাচার বন্ধ হোক

ইলিশের ভরা মৌসুমেও দাম ধরাছোঁয়ার বাইরে। নদী ও সাগরে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়লেও তার এক বড় অংশ পাচার হয়ে চলে যাচ্ছে ভারতে। ফলে দেশে এই ভরা মৌসুমেও বড় ইলিশের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। দেশের মানুষের কাছে সহজলভ্য করতে গত বছর রোজার সময় ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সাময়িকভাবে পরিস্থিতির উন্নতি হলেও তার সুফল দীর্ঘস্থায়ী হয়নি। চোরাচালানিদের দৌরাত্দ্যে দেশের মানুষ বঞ্চিত হচ্ছে এই সুস্বাদু মাছের স্বাদ থেকে। মাছে-ভাতে বাঙালি পরিচয় বৈশিষ্ট্যময় হয়ে ওঠে যে ইলিশের সুবাদে, তা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। সহযোগী দৈনিকের প্রতিবেদনে বলা হয়, সড়কপথে দুই তিনটি রুটে ভারতে পাচার হচ্ছে এই সুস্বাদু মাছ। নদীপথেও পাচার অব্যাহত রয়েছে। ইলিশ পাচারের জন্য বেনাপোল সীমান্তবর্তী সাদিপুর গ্রামটি বিশেষ পরিচিতি পেয়েছে। গত সাত মাসে এখান থেকে বিজিবি ছয় হাজার ১৩০ কেজি ইলিশ আটক করেছে। আটককৃত এ পরিমাণ পাচারের এক অতি ক্ষুদ্র অংশ মাত্র। সাতক্ষীরার কলারোয়া ও ভোমরা সীমান্ত দিয়েও ইলিশ পাচার হচ্ছে ভারতে। ইলিশ পাচারে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী প্রশ্রয় দিচ্ছে, এমন অভিযোগ ওপেন সিক্রেট। সীমান্তে গরু পাচারের সময় বিএসএফ প্রায়ই গুলি করে চোরাচালানিদের লক্ষ্য করে। ইলিশ পাচারের সময় এমন প্রতিকূল অবস্থায় পড়তে হচ্ছে না চোরাচালানিদের। বৈধভাবে ইলিশ রপ্তানি হলে বৈদেশিক মুদ্রা অর্জিত হতো। চোরাচালান হওয়ায় সে সুযোগ থেকে দেশ বঞ্চিত হচ্ছে। ইলিশের বিনিময়ে মাদকসহ বিভিন্ন ভারতীয় পণ্যের চোরাচালান আসছে সীমান্ত ডিঙিয়ে। সাগরে ইলিশ ধরার পর সাগরের বুকেই তা ভারতীয় চোরাচালানিদের ট্রলারে তুলে দেওয়া হচ্ছে। বাংলাদেশের সমুদ্রসীমায় বিদেশি নৌযানের অবাধ যাতায়াত থাকায় চোরাচালান চলছে প্রায় অবাধে। দেশের মানুষের চাহিদার কথা মনে রেখে ইলিশ চোরাচালানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ ব্যাপারে সক্রিয় হলে দেশের মানুষের জন্য ইলিশ সহজপ্রাপ্য হয়ে উঠবে বলে আমাদের বিশ্বাস।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.