আমাদের কথা খুঁজে নিন

   

নামে থাকো নেমে যেতে থাকো



থর থর করে কাঁপো পাথর। পাহারায় আছে ছাই। উড়ে যাবে ঘামে ভরে আছে দেহ। দাহ জল মসৃন। পাতানো খেলার অভাব ধরে আনে বৃক্ষ হাওয়া।

পাতারা মজা লুটে। দুলে দুলে দৌলত খাবে স্বকালে সফেদ হাত। রেখায় রেখায় নদী আছে। নাচের স্বভাব। চোখের ভেতর জল।

কাজল থাকা দুই পার। লজ্জারা আড়ালে হাসে কাপড়ে বোনা লঘুতত্ত্বের ইঙিত। ঢাকো উন্মুক্ত উনুন। পোড়াবে পালের পশ্চাত না থাকো নদে নদীয়া। খরায় খয়রাতি রাতারাতি বাতি জ্বলে।

বেহাত প্রশ্বাসে উঠে দাঁড়াবার দাইমার মহামারি। করো নস্যাত। আঙুলে ইশারা করো সরা করো। দুইভাগ চাঁদ। আকারে ইঙিতে গতি দাও দরিয়া দোলে দাবার উরুতে উল্কি।

সব সাম অন্তের অন্তর দেখে হাসে। জিতে পাওয়া পালকির গুহা আলয়ে ঘুমিয়ে কাতর মন্ত্র। না না করে উঠেও জাগে জগত। আপাতত জাগেনা আবছা ফরিয়া। ঠোট খোলা তবু নড়েনা জিহ্বা।

জাত শত্রুর প্রবেশ ও বেরুনের পথ বাক্য। স্থিতি তার তুরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.