আমাদের কথা খুঁজে নিন

   

রাসায়নিক অস্ত্র হস্তান্তরের নিশ্চয়তা আসাদের

রাশিয়ার রাষ্ট্রপরিচালিত ‘রোশিয়া টোয়েন্টিফোর’ টিভি চ্যানেলে আসাদ অস্ত্র সমর্পণের এ পরিকল্পনা জানান। তবে তিনি পরিষ্কার করে বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক হামলার ভয়ে নয় বরং রাশিয়ার উদ্যোগেই অস্ত্র হস্তান্তরের এ পদক্ষেপ নেয়া হচ্ছে। অস্ত্র সমর্পণের বিষয়টি নিয়ে জেনেভায় রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনার প্রস্তুতির মধ্যে আসাদ টিভিতে এ বক্তব্য রাখলেন। বিবিসি জানায়, রাশিয়া এর আগে সিরিয়ার রাসায়নিক সঙ্কট নিরসনে যুক্তরাষ্ট্রের কাছে ৩ দফা প্রস্তাব তুলে ধরেছে। এতে বলা হয়, সিরিয়াকে প্রথমে রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ কনভেনশনে যোগ দিতে হবে।

তারপর সিরিয়াকে তাদের রাসায়নিক অস্ত্র ভান্ডারের বিস্তারিত তথ্য জানাতে হবে। তৃতীয়ত, এর ওপর ভিত্তি করে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা তাদের কি করণীয় সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। টিভি সাক্ষাৎকারে আসাদ রাসায়নিক অস্ত্র কনভেনশনে যোগদান প্রক্রিয়ার আওতায় সংশ্লিষ্ট বিভিন্ন দলিল জাতিসংঘে পাঠাবেন বলে জানান। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, “সিরিয়ায় নিশ্চিতভাবেই শান্তি প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা এ সুযোগ হাতছাড়া করতে পারি না”।

তবে সিরিয়ার অস্ত্র ধ্বংস করা হবে কিনা সে ব্যাপারে তিনি কিছু বলেননি। মস্কো এবং দামেস্কর আলোচনায় এ বিষয়টি নিয়ে কোনো সুরাহা হয়নি বলেই মনে করা হচ্ছে। জেনেভায় বিস্তারিত পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে কথা বলবেন ল্যাভরভ।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.